Photo Credit_ Twitter

Baba Vanga's Prediction: ২০২৫ সালের প্রথম থেকে শুরু হয়েছে একের পর এক ঘটনা। কখনও পহেলগামে জঙ্গি হামলা হচ্ছে আবার কখনও অপারেশন সিঁদূর আবার কখনও ইজরায়েল-ইরানের (Israel-Iran War) যুদ্ধ কিংবা দীর্ঘমেয়াদি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। একের পর এক ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের। এসবের মাঝে গত সপ্তাহে এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) বোয়িং ভেঙে পড়েছে। যার জেরে প্রাণ গিয়েছে ২৪১ জনের। এই ঘটনায় ফের বাবা ভাঙার (Baba Vanga's Prediction 2025) ভবিষ্যত বাণী নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

যে সালের প্রথম অর্ধেক কাটতে না কাটতে একাধিক গটনা শুরু হয়েছে, সেখানে বাবা ভাঙার  ২০২৫ সালের ভবিষ্যত বাণী ভাইরাল হতে শুরু করেছে।

আরও পড়ুন: Baba Vanga's Prediction For 2025: বাবা ভাঙার বিরাট ভবিষ্যত বাণী, সিংহ থেকে কুম্ভ, কোন রাশির উপর ধনবর্ষা আর কোন রাশি যাবে গোল্লায় দেখুন

২০২৫ সালের জন্য বাবা ভাঙা জানিয়েছেন, এই সালে বিশ্ব জুড়ে অর্থনৈতিক সঙ্কট দেখা দেবে। শুরু তাই নয়, চরম অর্থনৈতিক সঙ্কট এই সালে দেখা দেবে বলে জানানো হয় বাবা ভাঙার তরফে। বিশ্বের একাধিক বাজার ভেঙে পড়বে। গোটা বিশ্ব জুড়ে যে চরম অর্থনৈতিক সঙ্কট শুরু হবে, তার জেরে দরিদ্র, দুর্দশা সব বেড়ে যাবে। সেই সঙ্গে একাধিক সংস্থা ভেঙে পড়বে। দেখা দেবে গোটা বিশ্ব জুড়ে অধোগতি।  ২০২৫ সালের জন্য একাধিক দুঃস্বপ্নের কথা জানিয়েছেন বাবা ভাঙা।