IPL Auction 2025 Live

Indonesia Prison Fire: ইন্দোনেশিয়ার জেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১ বন্দি, আহত ৩৯

জনবহুল কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে মৃত্যু হল ৪১ জন বন্দির৷ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৯ জন বন্দি৷ বুধবার সাতসকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছের এক কারাগারে (Indonesia Prison Fire)৷

Fire | Representational image (Photo Credits: Flickr)

জাকার্তা, ৮ সেপ্টেম্বর: জনবহুল কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে মৃত্যু হল ৪১ জন বন্দির৷   এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩৯ জন বন্দি৷ বুধবার সাতসকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছের এক কারাগারে (Indonesia Prison Fire)৷ সেদেশের বিচার মন্ত্রকের মুখপাত্র রিকা আপ্রিআন্তি জানিয়েছেন, জাকার্তার অদূরে ড্রাগ আসক্তদের জন্য রয়েছে একটি সংশোধনাগার৷ যার নাম তাঙ্গব়্যাং জেল (Tangerang Prison)৷ সেখানকার সি ব্লকেই এদিন কাকভোরে আগুন লাগে৷ কী করে আগুন লাগল তা খুঁজে বের করতেই তৎপর হয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ৷ এই তাঙ্গব়্যাং জেলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে হাজার খানেক পুলিশ ও সেনা মোতায়েন করা আছে৷ আরও পড়ুন-Afghanistan: আফগানিস্তানে নয়া সরকারের মাথায় 'জঙ্গি' মোল্লা মহম্মদ হাসান আখুন্দ

উল্লেখ্য, ওই জেলে ১ হাজার ২২৫ জন বন্দির জায়গা থাকলেও সেখানে ২ হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছে৷ যখন আগুন লাগে তখন সি ব্লকে ১২২ জন বন্দি ছিল৷ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে৷ অগ্নিদগ্ধ ও আহত বন্দিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷

জেল ভাঙা, জেলের মধ্যে অশান্তির জেরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ইন্দোনেশিয়ায় আকছার ঘটে৷ জেলগুলির উন্নতির জন্য সরকারের তরফে তেমন বেশি অর্থ বরাদ্দ হয় না৷ এদিকে দিনে দিনে বন্দি বেড়েই চলে৷ এর অন্যতম কারণ, যুদ্ধ ও বেআইনি মাদক চোরাচালান করতে গিয়ে প্রচুর লোক প্রতিদিন সেখানে ধরা পড়ে জেলে যাচ্ছে৷