COVID-19 Cases in US: মার্কিন মুলুকে করোনার প্রকোপ, গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার আমেরিকান ভর্তি হাসপাতালে
মার্কিন মুলুকে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে (COVID-19 Cases In US) হু হু করে আজ নিয়ে ১৬ দিনে পড়ল সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার আমেরিকান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার পর্যন্ত যা পরিসংখ্যান তাতে মার্কিন যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। মৃত্যুর হারও সর্বোচ্চ। বিশ্বের এক নম্বর দেশ এককথায় করোনা বিধ্বস্ত। জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য বলছে মার্কিন মুলুকে করোনা আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন। মৃতের সংখ্যা ২৬ লাখ ৩ হাজার ৪১৩।
ওয়াশিংটন, ২৭ নভেম্বর: মার্কিন মুলুকে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে (COVID-19 Cases In US) হু হু করে আজ নিয়ে ১৬ দিনে পড়ল সংক্রমণের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার আমেরিকান করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার পর্যন্ত যা পরিসংখ্যান তাতে মার্কিন যুক্তরাষ্ট্রেই সবথেকে বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। মৃত্যুর হারও সর্বোচ্চ। বিশ্বের এক নম্বর দেশ এককথায় করোনা বিধ্বস্ত। জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য বলছে মার্কিন মুলুকে করোনা আক্রান্ত ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন। মৃতের সংখ্যা ২৬ লাখ ৩ হাজার ৪১৩। সাত মে-র পর গত বুধবার সেদেশে সর্বোচ্চ ২ হাজার ২৮৪ জন করোনায় মারা গিয়েছেন। আরও পড়ুন-Donald Trump: যদি জো বিডেন জয়ী ঘোষণা করা হয় তাহলে হোয়াইটহাউস ছাড়ব, বললেন ট্রাম্প
সিডিসি-র অনুমান, আগামী চার সপ্তাহে যে শুধু সংক্রমণই বাড়বে না তার সঙ্গে করোনায় মৃতের সংখ্যাও হবে অনেক। ১৯ ডিসেম্বরের মধ্যেই মার্কিন মুলুকে করোনায় নতুন করে মারা যাবেন ১০ হাজার ৬০০ জন থেকে ২১ হাজার ৪০০ জন। এক রিপোর্ট জানা গিয়েছে, ঠান্ডা যত বাড়ছে সংক্রমণের মাত্রাও তত বাড়ছে। এমন প্রকোপ আগে দেখা যায়নি। সমস্ত রকম সুরক্ষার বন্দোবস্তও এই মারণ রোগের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।