Pearl Harbor Shooting: পার্ল হারবারে বন্দুকবাজের হামলা থেকে কপাল জোরে রক্ষা পেলেন ভারতীয় বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং

পার্ল হারবারে (Pearl Harbor military base) বন্দুকবাজের হামলার সময় অঘটনের হাত থেকে কপাল জোরে বেঁচে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল ও তাঁর সঙ্গীরা। সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদোরিয়া (IAF Chief Air Chief Marshal RKS Bhadauria)। সঙ্গে ছিল তাঁর টিমও। তবে হামলার সময় নৌসেনার বেসে নয় বরং বায়ুসেনার বেসে হাজির ছিলেন তাঁরা। তাই এ যাত্রায় বড়সড় কোনও বিপদ হয়নি।

রাকেশ ভাদোরিয়া (Photo Credits: indianairforce.nic.in)

হাওয়াই, ৫ ডিসেম্বর: পার্ল হারবারে (Pearl Harbor military base) বন্দুকবাজের হামলার সময় অঘটনের হাত থেকে কপাল জোরে বেঁচে গিয়েছেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল ও তাঁর সঙ্গীরা। সেখানেই উপস্থিত ছিলেন ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদোরিয়া (IAF Chief Air Chief Marshal RKS Bhadauria)। সঙ্গে ছিল তাঁর টিমও। তবে হামলার সময় নৌসেনার বেসে নয় বরং বায়ুসেনার বেসে হাজির ছিলেন তাঁরা। তাই এ যাত্রায় বড়সড় কোনও বিপদ হয়নি। বায়ুসেনার তরফে জানানো হয়েছে একথা। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ পার্ল হারবারের ন্যাভাল বেসে হামলা চালায় এক বন্দুকবাজ। তার পরনে ছিল মার্কিন নাবিকের পোশাক। এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন ৩ জন। হামলার শেষে আত্মঘাতী হয় ওই বন্দুকবাজও।

জানা গিয়েছে, আপাতত তার পরিচয় জানার চেষ্টা চলছে। এই আততায়ী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও জানার চেষ্টা চলছে। শুরু হয়েছে তদন্ত। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে তল্লাশিও। এক আধিকারিক জানিয়েছেন, হামলায় “মৃত দু’জন প্রতিরক্ষা দপ্তরের অসামরিক কর্মী। আহত আর এক সাধারণ নাগরিকের অবস্থা এখন স্থিতিশীল। তিনি হাসপাতালে ভর্তি।” এক প্রত্যক্ষদর্শীর কথায়, “নিজের কম্পিউটারে বসে কাজ করছিলাম। আচমকাই শব্দ পেয়ে ছুটে যাই। দেখি নাবিকের পোশাক পরা এক বন্দুকবাজ নাগাড়ে গুলিবর্ষণ করছে। মাটিতে লুটিয়ে পড়েছেন তিনজন। তারপর হঠাৎই নিজেকেও গুলি করল ওই আততায়ী।” নৌসেনার তরফে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন-'Justin Trudeau Two-Faced': তাঁকে নিয়ে গসিপ? জাস্টিন ট্রুডোকে দু-মুখো বললেন ডোনাল্ড ট্রাম্প

উল্লেখ্য, ইন্দো-প্যাসিফিক রিজিয়নের নিরাপত্তা সংক্রান্ত আলোচনার জন্য হাওয়াইয়ে আয়োজিত হয়েছিল একটি কনক্লেভ। সেখানে হাজির ছিলেন বিভিন্ন দেশের বায়ুসেনা প্রধানরা। এই আলোচনা সভাতেই উপস্থিত হয়েছিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদোরিয়া এবং তাঁর টিম। বায়ুসেনার তরফে জানানো হয়েছে পার্ল হারবারের ন্যাভাল বেস এবং এয়ারফোর্স বেসের মধ্যে বেশ খানিকটা দূরত্ব রয়েছে। খুব কাছাকাছি নয় এই দুই মিলিটারি বেস। এই দূরত্বের কারণেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কারণ এয়ার চিফ মার্শাল ভাদোরিয়া এবং তাঁর দল ন্যাভাল বেসে থাকলে বা বায়ুসেনার বেস থেকে ন্যাভাল বেসের তেমন দূরত্ব না থাকলে বিপদের সম্ভাবনা ছিল।