Iran: পালটা আঘাতের আসছে, আতঙ্ক থেকেই মার্কিন সেনা খুনের দায় ঝাড়তে ব্যস্ত ইরান
ইরান সমর্থিত হেজবুল্লার জঙ্গিরাই মার্কিন সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। এই দাবি যখন উঠতে শুরু করে, তখন বাইডেন সরকার পালটা আঘাত করতে পারে, এই আশঙ্কা থেকে তড়িঘড়ি নিজেদের অবস্থান বদলাতে শুরু করেছে ইরান।
সিরিয়া (Syria) সীমান্ত ঘেঁষে উত্তর-পূর্ব জর্ডনে মার্কিন সেনার (US Army) উপর হামলার জেরে যে ৩ জনের মৃত্যু হয়, তার দায় অস্বীকার করল ইরান (Iran)। জর্ডনে (Jordan) যে ৩ মার্কিন সেনা কর্মীর নিহত হওয়ার খবর মেলে, তার জন্য ইরান দায়ি নয় বলে দাবি করা হয়। জর্ডনে মার্কিন সেনা ক্যাম্পে যে ড্রোন হামলা হয়, তার সঙ্গে ইরান কোনওভাবেই দায়ি নয়। ইরান কোনওভাবেই এই হামলার জন্য দায়ি নয় বলে দাবি করা হয়। প্রসঙ্গত ইরান সমর্থিত হেজবুল্লার জঙ্গিরাই মার্কিন সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। এই দাবি যখন উঠতে শুরু করে, তখন বাইডেন সরকার পালটা আঘাত করতে পারে, এই আশঙ্কা থেকে তড়িঘড়ি নিজেদের অবস্থান বদলাতে শুরু করেছে ইরান।
আরও পড়ুন: Joe Biden: জর্ডনে মার্কিন সেনার উপর হামলায় নিহত ৩, আহত বহু; ক্ষুব্ধ বাইডেনকে ইরানে হামলার পরামর্শ
গত ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি মার্কিন সেনার উপর হামলা চালানো হয়। যা নিয়ে জো বাইডেন সরকারকে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়। এমনকী মার্কিন সেবা বাহিনী কেন এখনও পালটা হানাদারি চালাচ্ছে না, তা নিয়েও তোলা হয় প্রশ্ন।