Tapeworm: মস্তিষ্কে কিলবিল করছে ৭০০ ফিতাকৃমি! আধসিদ্ধ হটপট পর্ক খেয়েই টিনিয়াসিসে আক্রান্ত চিনা ব্যক্তি
অসহ্য মাথার যন্ত্রণা নিয়ে হাসপাতালে এসেছিলেন রোগী। বিগত কয়েক দিন ধরে, ক্রমাগত মাথার যন্ত্রণা সহ্য করা যেন প্রাণ সংকটে পরিণত হয়েছিল। তারসঙ্গে মাঝমধ্যে খিঁচুনি তো ছিলই। মাথার স্ক্যান করে চিকিৎসকরা বুঝতে পারেন টিনিয়াসিসে (Teniasis) আক্রান্ত ওই রোগী। তাঁর মস্তিষ্কে কিলবিল করছে অসংখ্য ফিতাকৃমিরা! শুধু মাথা নয়, পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় বাসা বেঁধেছে প্রায় ৭০০ ফিতাকৃমি!
বেজিং, ২৩ অক্টোবর: অসহ্য মাথার যন্ত্রণা নিয়ে হাসপাতালে এসেছিলেন রোগী। বিগত কয়েক দিন ধরে, ক্রমাগত মাথার যন্ত্রণা সহ্য করা যেন প্রাণ সংকটে পরিণত হয়েছিল। তারসঙ্গে মাঝমধ্যে খিঁচুনি তো ছিলই। মাথার স্ক্যান করে চিকিৎসকরা বুঝতে পারেন টিনিয়াসিসে (Teniasis) আক্রান্ত ওই রোগী। তাঁর মস্তিষ্কে কিলবিল করছে অসংখ্য ফিতাকৃমিরা! শুধু মাথা নয়, পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় বাসা বেঁধেছে প্রায় ৭০০ ফিতাকৃমি!
ঘটনাটি ঘটেছে চিনের (China) ঝেজিয়াং প্রদেশে। সেখানেই এক হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি। ইনফেকশাস ডিজিজ বিভাগে ডাক্তার ওয়াং জিয়ান রং তাঁর চিকিৎসা করছেন। রোগীর গুরুত্বপূর্ণ অরগ্যানগুলি (Organ) স্ক্যান করার পর, রিপোর্ট দেখে শিউরে ওঠেন চিকিৎসকেরা। মস্তিষ্ক, বুক, ফুসফুস মিলিয়ে শরীরে গিজগিজ করছে ৭০০-র বেশি ফিতাকৃমি (Tapeworm)। চিকিৎসকরা জানান, মাসখানেক আগে হটপট পর্ক (Hotpot Pork) খেয়েছিলেন ওই ব্যক্তি। ওই পদ ঠিক মত রান্না করা ছিল না। যার ফলেই চিনা ওই ব্যক্তির শরীরে বাসা বেঁধেছে অসংখ্য টিনিয়াসোলিয়াম বা ফিতেকৃমি। বিশ্বস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, খাবারের সঙ্গে ফিতেকৃমির ডিম (Egg) কোনওভাবে খাবারের মাধ্যমে পেটে চলে গেলে, সেই ব্যক্তি আক্রান্ত হন টিনিয়াসিসে। বেশিরভাগ ক্ষেত্রে শুয়োরের মাংস ভালোভাবে উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করে না খেলে, তা থেকে ফিতাকৃমি ছড়ায়। এই ডিম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কোনওভাবে চলে গেলে, মাথাব্যথা ছাড়াও খিঁচুনির মতো স্নায়ুরোগ দেখা দিতে পারে। এই সময়ের খবর অনুযায়ী, টিনিয়াসিসে আক্রান্ত চিনের এই ব্যক্তির ক্ষেত্রেও তাই ঘটেছে। মাংস ভালোভাবে সেদ্ধ না করে খেলে তার ভিতর ফিতাকৃমির ডিম জীবিত থেকে যায়। শরীরের ভিতরে গিয়ে তা থেকেই ফিতাকৃমি জন্ম নেয়। আরও পড়ুন: অন্য পুরুষের সঙ্গে স্ত্রী-র শারীরিক সম্পর্কের ভিডিও আদালতে জমা দিয়ে বিবাহ বিচ্ছেদ পেলেন ব্যক্তি
চিকিৎসকেরা জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর শরীরের (Body) বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।