Taliban Attacks In Karachi: করাচি পুলিশের সদর দফতরে তুমুল গুলির লড়াইয়ে খতম ৫ তালিবানি জঙ্গি, মৃত পুলিশ আধিকারিক

প্রথমে এই ঘটনার জেরে সেখানে থাকা পুলিশ আধিকারিকরা ঘাবড়ে গেলেও পরে পালটা জবাব দিতে থাকেন। পরে বাইরে থেকে হেলিকপ্টারে করে গুলি চালাতে থাকেন অন্য জায়গা এলাকা থেকে আসা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রতীকী ছবি

করাচি: শুক্রবার সন্ধ্যার সময় পাকিস্তানের (Pakistan) বন্দর শহর (port city) করাচির (Karachi) শারিয়া ফয়সল (Sharea Faisal) এলাকায় অবস্থিত পুলিশ সদর দফতরে (Police head office) আচমকা ঢুকে পড়ে ৮ থেকে ১০ জন পাকিস্তানি তালিবানি জঙ্গি (Pakistani Talibani terrorists) । তারপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।

প্রথমে এই ঘটনার জেরে সেখানে থাকা পুলিশ আধিকারিকরা ঘাবড়ে গেলেও পরে পালটা জবাব দিতে থাকেন। পরে বাইরে থেকে হেলিকপ্টারে করে গুলি চালাতে থাকেন অন্য জায়গা এলাকা থেকে আসা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হওয়ার পর কমপক্ষে পাঁচজন পাকিস্তানি তালিবানি জঙ্গি খতম হয় বলে জানা গেছে। এছাড়াও একজন পুলিশ আধিকারিক-সহ দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন পাকিস্তানি রেঞ্জার (Rangers)-সহ কমপক্ষে ১০ জন। আরও পড়ুন: Viral Video: বাড়ি থেকে পালিয়ে পাকিস্তানের রাজধানীর ব্যস্ত রাস্তায় দাপিয়ে বেড়ালো পোষ্য চিতা, দেখুন ভিডিয়ো