Kabul Mosque Blast: আফগানিস্তানের কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১, আহত ৩৩

আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণের (Kabul Mosque Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১। কাবুল পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। গতকাল আফগানিস্তানের রাজধানীতে একটি মসজিদে উপাসকদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সাংবাদিকদের বলেছেন, "সন্ধ্যার নামাজের সময় মসজিদের ভিতরে বিস্ফোরণটি ঘটে, এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়।"

Kabul Mosque Blast (Photo: IANS)

কাবুল, ১৮ অগাস্ট: আফগানিস্তানের (Afghanistan) রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণের (Kabul Mosque Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২১। কাবুল পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। গতকাল আফগানিস্তানের রাজধানীতে একটি মসজিদে উপাসকদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ৩৩ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সাংবাদিকদের বলেছেন, "সন্ধ্যার নামাজের সময় মসজিদের ভিতরে বিস্ফোরণটি ঘটে, এতে ঘটনাস্থলেই ২১ জন নিহত এবং ৩৩ জন আহত হয়।"

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশের বাড়িগুলির জানালার কাচ ভেঙে গিয়েছে। এখনও পর্যন্ত কেউ এই প্রাণঘাতী হামলার দায় কেউ স্বীকার করেনি। আরও পড়ুন: Pakistan: বন্ধুর বাবাকে বিয়েতে অস্বীকার, পাকিস্তানে কিশোরীকে দিয়ে জুতো চাটাল পরিবার, দেখুন ভিডিয়ো

কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন নেতার নিহত হওয়ার কয়েকদিন পর এই বিস্ফোরণ ঘটল। ইসলামিক স্টেট গোষ্ঠী আগের হামলার দায় স্বীকার করেছিল।