2020 Nobel Prize in Chemistry: রসায়নে নোবেল পেলেন এমমানুয়েল চার্পেন্টিয়ার এবং জেনিফার এ ডৌডনা
রসায়ন এবার নোবেল পুরস্কার পেলেন দুই মহিলা। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য এমমানুয়েল চার্পেনিয়ার এবং জেনিফার এ ডোডনাকে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
স্টকহোম, ৭ অক্টোবর: রসায়নে এবার নোবেল পুরস্কার (Nobel Prize in Chemistry) পেলেন দুই মহিলা। জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য এমমানুয়েল চার্পেন্টিয়ার (Emmanuelle Charpentier) এবং জেনিফার এ ডৌডনাকে (Jennifer Doudna) ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
নোবেল জুরি (Nobel jury) বলেছে যে জিনোম সম্পাদনার পদ্ধতির আবিষ্কার করেছেন দুই বিজ্ঞানী সেই পদ্ধতিতে গবেষকরা অত্যন্ত উচ্চ নির্ভুলভাবে প্রাণী, উদ্ভিদ এবং অণুজীবের ডিএনএ পরিবর্তন করতে পারবেন। এই প্রযুক্তি জীবন বিজ্ঞানের ওপর একটি বিপ্লবী প্রভাব ফেলেছে, নতুন ক্যান্সার থেরাপিতে অবদান রাখছে এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত রোগ নিরাময়ের স্বপ্নকে সত্য করে তুলতে পারে।আরও পড়ুন: Nobel Prize in Medicine 2020 Winners: হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাচ্ছেন এই তিন বিজ্ঞানী
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।