Blast In Balochistan: বালুচিস্তানে ফের বিস্ফোরণ, মৃত পাকিস্তানের দুই নিরাপত্তাকর্মী
পাকিস্তান পুলিশের কনস্টেবল জামাল শাহ জানিয়েছেন, শুক্রবার অন্যান্য দিনের মতোই কোহলুর মধ্যবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি। সেসময় আচমকা রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন নিরাপত্তাকর্মীর।
বালুচিস্তান: পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানের (Balochistan) কোহলুতে (Kohlu) বিস্ফোরণের (Blast) ফলে মৃত্যু হল পাকিস্তানের দুই নিরাপত্তারক্ষীর ও জখম হয়েছেন আরও তিনজন। শুক্রবার এই ঘটনা ঘটার পরেই সেখানে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন পাকিস্তানের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
পাকিস্তান পুলিশের কনস্টেবল জামাল শাহ জানিয়েছেন, শুক্রবার অন্যান্য দিনের মতোই কোহলুর মধ্যবর্তী এলাকায় নজরদারি চালাচ্ছিল নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি। সেসময় আচমকা রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন নিরাপত্তাকর্মীর।
পরে উদ্ধারকারী দলের লোকেরা এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি জখম তিনজনকে উদ্ধার করে কোহলুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি ভিত্তিতে তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার আসগর মুরি। এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
২০২১ সালে পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালিবানের (Tehreek-e-Taliban) যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ হওয়ার পর থেকেই বালুচিস্তানে জঙ্গি হামলার ঘটনা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি মাসে ২০১৮ সালের পর থেকে সবচেয়ে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মৃত্যুর হার ১৩৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ৪৪টির বেশি জঙ্গি হামলার ফলে জখম হয়েছেন ২৫৪ জন। আরও পড়ুন: Indian Teen Missing In US Fearing Father's Layoff: বাবার চাকরি গেলে আমেরিকা ছাড়তে হবে, আশঙ্কায় বাড়ি ছেড়ে পালাল ভারতীয় কিশোরী