Cambodia: স্নান সেরে চার্জে দেওয়া মোবাইল ফোনের উপরেই নিদ্রাচ্ছন্ন, চির ঘুমের দেশে কিশোরী
মোবাইল ফোন থেকে শটসার্কিটের জেরে প্রাণ গেল এক তরুণীর। মৃতার নাম খর্ন সেররে পভ (১৭)। বিছানাতে মোবাইল চার্জ করতে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন খর্ন। সবে সবে কর্মক্ষেত্র থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়েছিলেন
কম্বোডিয়া, ১ অগাস্ট: মোবাইল ফোন থেকে শটসার্কিটের জেরে প্রাণ গেল এক তরুণীর। মৃতার নাম খর্ন সেররে পভ (১৭)। বিছানাতে মোবাইল চার্জ করতে দিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন খর্ন। সবে সবে কর্মক্ষেত্র থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কোনওরকমে স্নান সেরে বিছানায় শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যান। ঘুমের মধ্যেই বৈদ্যুতিক শকে তাঁর মৃত্যু হয়েছে। আরও পড়ুন-Monsoon In West Bengal: আজও বর্ষণমুখর উত্তরবঙ্গ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
একটি সোনার খনির মালিকানাধীন সংস্থায় চিনা অনুবাদকের কাজ করছিলেন খর্ন সেররে।স্নানের পর বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ফোন তখন চার্জ হচ্ছিল। ফোনের টর্চও জ্বলছিল। সেই ফোনের উপরেই ঘুমিয়ে যান ক্লান্ত খর্ন। চার্জে বসানো ফোন থেকেই শট সার্কিটের জেরে মৃত্যু হয়েছে ওই কিশোরীর।