Helicopter Crashed In Ukraine: স্কুলে ভেঙে পড়ল হেলিকপ্টার, ইউক্রেনে মৃত মন্ত্রী ও শিশু-সহ কমপক্ষে ১৬: মর্মান্তিক ভিডিয়ো
ধবার সকালে জরুরি পরিষেবার জন্য নির্দিষ্ট একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী, তাঁর সহকারী মন্ত্রী ও দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আচমকা কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি কিন্ডার গার্ডেন স্কুলের খুব কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
কিয়েভ: যুদ্ধ (War) চলার মধ্যেই একটি কিন্ডার গার্ডেন (kindergarten) স্কুলে ভেঙে পড়ল হেলিকপ্টার (helicopter crashed)। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হল ইউক্রেনের (Ukraine) অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী (interior minister) ও তাঁর সহকারী-সহ মন্ত্রকের আধিকারিক ও কমপক্ষে ২ জন শিশুর। বুধবার ঘটনাটি ঘটেছে ইউক্রেনের রাজধানী কিয়েভের (Kyiv) উপকণ্ঠে অবস্থিত ব্রোভারি (Brovary) শহরে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার সকালে জরুরি পরিষেবার জন্য নির্দিষ্ট একটি হেলিকপ্টারে করে যাচ্ছিলেন ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রী, তাঁর সহকারী মন্ত্রী ও দপ্তরের শীর্ষ আধিকারিকরা। আচমকা কিয়েভের উপকণ্ঠে অবস্থিত একটি কিন্ডার গার্ডেন স্কুলের খুব কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মন্ত্রী ও সহকারী-সহ ২ জন শিশুও আছে। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে জখম হয়েছে ১০ শিশু-সহ ২২ জন। আরও পড়ুন: COVID 19 In China: চিনে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ৩৬ হাজারের, বাড়ছে আতঙ্ক