Calcutta HC: ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাজ স্থগিত

করোনাভাইরাসের (Coronavirus Lockdwn) জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আরও বাড়ানো হতে পারে লকডাউন। লকডাউনের জেরে বন্ধ রয়েছে আদালত। কর্মবিরতি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার কাউন্সিল। এবার করোনা পরিস্থিতির মধ্যে সতর্কতা অবলম্বনে ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও সব সার্কিট বেঞ্চের (জলপাইগুড়ি ও আন্দামান-নিকোবর) স্বাভাবিক কাজ স্থগিত রাখা হল। এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন (Chief Justice TBN Radhakrishnan)।

কলকাতা হাইকোর্ট (Photo Credits: ANI)

কলকাতা, ৯ এপ্রিল: করোনাভাইরাসের (Coronavirus Lockdwn) জেরে দেশজুড়ে লকডাউন চলছে। আরও বাড়ানো হতে পারে লকডাউন। লকডাউনের জেরে বন্ধ রয়েছে আদালত। কর্মবিরতি ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার কাউন্সিল। এবার করোনা পরিস্থিতির মধ্যে সতর্কতা অবলম্বনে ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্ট ও সব সার্কিট বেঞ্চের (জলপাইগুড়ি ও আন্দামান-নিকোবর) স্বাভাবিক কাজ স্থগিত রাখা হল। এই সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণন (Chief Justice TBN Radhakrishnan)।

তবে জরুরি ভিত্তিতে শুনানির জন্য ৫ দিন বেছে নেওয়া হয়েছে। হাইকোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের ১৬,২১,২৩,২৮ এবং ৩০ তারিখ জরুরি ভিত্তিতে কোনও মামলার শুনানির জন্য ভিডিয়ো কনফারেন্স করা হবে। আরও পড়ুন: Coronavirus In West Bengal: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হাওড়া জেলা হাসপাতালের সুপার

উল্লেখ্য, সারাদেশ জুড়ে লকডাউন জারির আগেই করোনা সংক্রমণের আশঙ্কায় সুপ্রিম কোর্টের নির্দেশ মত বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে শুধুমাত্র জরুরি মামলার শুনানি করা হবে বলে জানানো হয়েছিল হাইকোর্টের তরফে। ২৪ মার্চ প্রধান বিচারপতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আদালতের নিয়মিত কাজ স্থগিত থাকবে।