IPL Auction 2025 Live

WB Assembly Elections 2021: পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা সম্মান কিছুই নেই, নারী দিবসের শুভেচ্ছায় মমতাকে বিঁধলেন দিলীপ

“আমাদের ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। যুগ যুগ ধরে মহিলাদের সামনে রেখেছি নারী সন্মান আমরা দেখিয়েছি। বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যে যোগদান সম্মানের সঙ্গে দিয়েছি। শুধু তাই নয় মহিলাদের আমরা আগে জায়গা দিই। সীতা রাম বলে থাকি আমরা। রাধা কৃষ্ণ বলি। সুতরাং মহিলারা ভারতবর্ষে এগিয়ে। নারী সম্মান, নারীর অধিকার। নারীর যোগ্যতা সন্মান যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে বলতে হচ্ছে।”

দিলীপ ঘোষ (Photo Credits: ANI)

কলকাতা, ৮ মার্চ: “আমাদের ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। যুগ যুগ ধরে মহিলাদের সামনে রেখেছি নারী সন্মান আমরা দেখিয়েছি। বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যে যোগদান সম্মানের সঙ্গে দিয়েছি। শুধু তাই নয় মহিলাদের আমরা আগে জায়গা দিই। সীতা রাম বলে থাকি আমরা। রাধা কৃষ্ণ বলি। সুতরাং মহিলারা ভারতবর্ষে এগিয়ে। নারী সম্মান, নারীর অধিকার। নারীর যোগ্যতা সন্মান যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে বলতে হচ্ছে।” সোমবার সাতসকালে নারী দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে একথাই বললেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতেও ছাড়লেন না।  আরও পড়ুন-WB Assembly Elections 2021: প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল মালদা, গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন তৃণমূলের প্রার্থী?

এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “'আসলে মানুষ প্রশ্ন করছে আপনি কী করলেন ১০ বছরে। তার উত্তর নেই। তাই এধরণের বিষয় নিয়ে আন্দোলন করে রাস্তায় নেমে একটু শরীরচর্চা করার চেষ্টা করছেন। এগুলো আর বলার দিন নেই। যদি এটাই করতে হয় তাহলে একেবারে বিরোধী পক্ষে আমরা রেখে দেব। আগামী পাঁচ বছর আন্দোলনই করে যাবেন।”

যতই নারী দিবসের শুভেচ্ছা জানান না কেন পশ্চিমবঙ্গে যে মহিলাদের নিরাপত্তা বলে কিছু নেই, তা ফের উল্লেখ করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেহাল দশাকেই প্রজেক্ট করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা একেবারেই নেই। নারী সুরক্ষা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। সবার এব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে মহিলারা সুরক্ষিত হন। তাঁদের সন্মান যাতে সুরক্ষিত হয়। কারণ আগামী প্রজন্মকে তাঁরাই তৈরি করেন সেই জন্য তাঁদের সুরক্ষা সর্বোপরি।”