Winter In West Bengal: ঘন কুয়াশায় থমকে শীতের সকাল, ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস

দুর্যোগ যেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। বৃষ্টি বিদায়ে বঙ্গবাসী হাঁফ ছেড়ে বাঁচলেও শীত এখনও বহু দূরে জানিয়ে দিল হাওয়া অফিস। এদিকে বুধবার সকাল পেরিয়েও দীর্ঘক্ষণ কুয়াশার আস্তরণ শহর কলকাতাকে স্থবির করে রেখেছিল।

(Photo Credit: ANI/ Twitter)

কলকাতা, ৯ ডিসেম্বর:  দুর্যোগ যেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। বৃষ্টি বিদায়ে বঙ্গবাসী হাঁফ ছেড়ে বাঁচলেও শীত এখনও বহু দূরে জানিয়ে দিল হাওয়া অফিস। এদিকে বুধবার সকাল পেরিয়েও দীর্ঘক্ষণ কুয়াশার আস্তরণ শহর কলকাতাকে স্থবির করে রেখেছিল। বৃহস্পতিবার সকাল শুরু হল সেই কুয়াশা দিয়েই। হাওয়া অফিস জানাচ্ছে, ফের উত্তর বঙ্গোপসাগরে ও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের অক্ষরেখা থাকায় বাতাসে জলীয় বাষ্প ঢুকছে হু হু করে। রাতে তাপমাত্রা নামলে, ধুলিকণার সঙ্গে মিশে সেই জলীয়বাষ্প কুয়াশা হয়ে যাচ্ছে। যদিও শহরের বাসিন্দাদের একাংশ তা মানতে নারাজ। তাঁদের দাবি, এ কুয়াশা নয় ধোঁয়াশা। কুয়াশা হলে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে বিদায় নেবে। কিন্তু ধোঁয়াশা যেহেতু দূষণের মাত্রার সঙ্গে সমাঞ্জস্য রেখে হয়, তাই এর বিদায়ের কোনও সম্ভাবনা সহজে নেই। আরও পড়ুন-Painless Death In Under One Minute: এক মিনিটে যন্ত্রণাহীন মৃত্যু, নয়া যন্ত্রকে আইনি বৈধতা সুইৎজারল্যান্ডের

এদিকে বারংবার ঘূর্ণাবর্তের কারণে উত্তুরে হাওয়া পাঁচিল টপকে আর রাজ্যে ঢুকতে পারছে না। তাই ডিসেম্বর গুটি গুটি পায়ে মাঝের দিকে এগিয়ে গেলেও দক্ষিণবঙ্গে শীতের কোনও আভাস নেই। বরং ফের বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে দিনভর আকাশ মেঘলা থাকবে। এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাবাসও রয়েছে। অন্যদিকে বছরভর ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড়, নিম্নচাপের জেরে দুর্যোগ মোটে কাটেই না। কুয়াশার হাত ধরে শীতেরও আশা করেছিল বঙ্গবাসী। তবে এখনও সেসবের সময় আসেনি। তাই কুয়াশা কেটে ফের গরমের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।