Winter In West Bengal: ফের পারদ পতন, আগামী ৪৮ ঘণ্টা কনকনে ঠান্ডায় রাজ্য
আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেও জমিয়ে ব্যাটিং করছে শীত (Winter season)। উত্তুরে হাওয়ার দাপটে বাঙালি শীত যাপন ফের বাড়ল। আগামী ৪৮ ঘণ্টাও এমনি হাড় কাঁপানো ঠান্ডা থাকবে রাজ্যে কলকাতায় এদিনের তাপমাত্রা নেমে ১ ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। ঠান্ডার আগমনে আকাশের মেঘের চিহ্ন মাত্র নেই। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকছে রাজ্যে। কলকাতাতেও সকালের দিকে দীর্ঘ হচ্ছে কুয়াশার বিস্তার।
কলকাতা, ১ ফেব্রুয়ারি: আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেও জমিয়ে ব্যাটিং করছে শীত (Winter season)। উত্তুরে হাওয়ার দাপটে বাঙালি শীত যাপন ফের বাড়ল। আগামী ৪৮ ঘণ্টাও এমনি হাড় কাঁপানো ঠান্ডা থাকবে রাজ্যে কলকাতায় এদিনের তাপমাত্রা নেমে ১ ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। ঠান্ডার আগমনে আকাশের মেঘের চিহ্ন মাত্র নেই। ভোরের দিকে কুয়াশার চাদরে ঢাকছে রাজ্যে। কলকাতাতেও সকালের দিকে দীর্ঘ হচ্ছে কুয়াশার বিস্তার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝকঝকে রোদ্দুরে দৃশ্যমানতা বাড়ছে। মাঘের শেষলগ্নে শীতের এমন সাড়ম্বরে প্রত্যাবর্তনে খুশি বাঙালি। আরও পড়ুন-Myanmar State Emergency: ১ বছরের জন্য ফের সেনার দখলে মায়ানমার, অজ্ঞাত স্থানে আটক আউং সান সু কি-সহ অন্যান্য নেতৃত্ব
জানা গিয়েছে, আগামী বুধবার পর্যন্ত ঠান্ডা এমন জাঁকিয়েই পড়বে। তবে তারপর থেকে পারদ চড়তে শুরু করবে। তখন লেপকম্বলকে এবারের মতো বিদায় দেওয়ার কথা ভাবা যাবে। তার আগে আপাতত শীতেই থাকছে বাঙালি। আগামী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে বুধবার থেকে তা উত্তর ভারতের দিকে একটু একটু করে অগ্রসর হবে। এর প্রভাব রাজ্যেও পড়বে। রবিবারও ঠান্ডার মাত্রা বেশ ভাল ছিল। তবে শনিবার একধাক্কায় পারদ চড়েছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।