Winter In West Bengal: সংক্রান্তির আগে উত্তুরে হাওয়ার দাপট, রাজ্যে ফিরল শীত

সংক্রান্তির আগে ফিরবে ঠান্ডা (Winter In West Bengal)। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস মেনে গতকাল মঙ্গলবরা থেকে রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি নেমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও স্বাভাবিকের থেকে তা ২ ডিগ্রি বেশিই। শোনা যাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত এই ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে শীত আর ফিরবে না। এমনকী শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে আরও কিছুদিন স্থায়ী হবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার কারণ গত সপ্তাহে রাজ্য থেকে আচমকাই উধাও হয়েছিল পৌষের শীত।

প্রতীকী ছবি (Representational Image Only)

কলকাতা, ১৩ জানুয়ারি: সংক্রান্তির আগে ফিরবে ঠান্ডা (Winter In West Bengal)। আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস মেনে গতকাল মঙ্গলবরা থেকে রাজ্যজুড়ে উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি নেমে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেও স্বাভাবিকের থেকে তা ২ ডিগ্রি বেশিই। শোনা যাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত এই ঠান্ডার আমেজ থাকলেও দক্ষিণবঙ্গে শীত আর ফিরবে না। এমনকী শনিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে আরও কিছুদিন স্থায়ী হবে শীত। পশ্চিমী ঝঞ্ঝার কারণ গত সপ্তাহে রাজ্য থেকে আচমকাই উধাও হয়েছিল পৌষের শীত। সঙ্গে পূবালি হাওয়ার দাপটে বাতাসে আদ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় পৌষমাসে ঘেমে নেয়ে একসা বঙ্গবাসী। আরও পড়ুন-Coronavirus Cases In India: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১.০৫ কোটি ছুঁই ছুঁই

আচমকা সেই পরিবেশের বদল হলেও এবারের মতো লেপকম্বল গুছিয়ে রাখার সময় এসে গিয়েছে। সংক্রান্তি জমিয়ে পিঠে খেতে যতটুকু ঠান্ডার প্রয়োজন হয় এখন তারই বাতাবরণ তৈরি হয়েছে। এখন ঠান্ডা ফেরার সঙ্গে সঙ্গে সকালের দিকে কুয়াশাও হচ্ছে কোথাও কোথাও। তবে বেলা বাড়লে রোদ্দুরের মুখ দেখা যাচ্ছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও বর্তমান। এদিকে ক্রমেই পারদ নামছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি-সহ সমগ্র উত্তর-পশ্চিম ভারতে। টানা শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় পরতে ঢেকেছে রাজ্যগুলি। অন্যদিকে ফের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পণ্ডিচেরি ও অন্যান্য রাজ্যে বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দপ্তর।