Kolkata: স্বামীর মৃতদেহ আগলে মা-মেয়ে, রবিনসন স্ট্রিটের ছায়া বাগবাজারে
ফের রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি৷ এবার ঘটনাস্থল কলকাতার (Kolkata) বাগবাজার৷ স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন স্ত্রী ও কন্যা৷ ঠিক কবে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷
কলকাতা, ১৪ জুলাই: ফের রবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি৷ এবার ঘটনাস্থল কলকাতার (Kolkata) বাগবাজার৷ স্বামীর মৃতদেহ আগলে বসেছিলেন স্ত্রী ও কন্যা৷ ঠিক কবে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ মঙ্গলবার রাত ওই বাড়ি থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরতে শুরু করলে প্রতিবেশীরাই শ্যামপুকুর থানায় খবর দেয়৷ পুলিশ এসে বাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে৷ মা ও মেয়েক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ মৃতের নাম দিগ্বিজয় বসু৷ বয়স ৭০ বছর৷ বেশ কিছুদিন ধরে বৃদ্ধকে পাড়ায় দেখা যাচ্ছিল না৷ তবে তাঁর যে মৃত্যু হয়েছে এই বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা৷ গোটা ঘটনায় মা ও মেয়ের মানসিক সুস্থতা প্রশ্নের মুখে৷ আরও পড়ুন-West Bengal Weather Update: রথের মরশুমে আদ্রতায় ঘায়েল দক্ষিণবঙ্গবাসী, ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে
একই সঙ্গে কলকাতার রবিনসন স্ট্রিটের পার্থ দে-র পরিস্থিতিতে যেঅনেকেই রয়েছেন তাও আর একবার স্পষ্ট হল৷ মৃত দিদির দেহ দীর্ঘ কয়েক মাস আগলে পড়েছিলেন পার্থবাবু৷ এরপর এমন ঘটনার বেশ কয়েকটি নজির গত ৬ বছরে প্রকাশ্যে এসেছে৷ এবার তার সঙ্গে জুড়ে গেল বাগবাজারের নামও৷