IPL Auction 2025 Live

West Bengal Weather Update: নিম্নচাপের কারণে ধাক্কা খেতে চলেছে শীতের গতি, সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression) অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরে ধাক্কা খেতে চলেছে শীতের (Winter 2021) গতি। শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার হালকা বৃষ্টি (Rain) হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়।

(Photo Credits: Wikimedia)

কলকাতা, ১১ নভেম্বর: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ (Depression) অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরে ধাক্কা খেতে চলেছে শীতের (Winter 2021) গতি। শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার হালকা বৃষ্টি (Rain) হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে আসছে। নিম্নচাপ যত উপকূলের দিকে এগোবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তত জলীয় বাস্প প্রবেশ করবে। আর সেই কারণে চলতি সপ্তাহের শেষে হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে। আরও পড়ুন: Kunal Ghosh: শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে পারে।