West Bengal Weather Update: শুক্রকে টেক্কা শনির, আজ মরসুমের শীতলতম দিন; কয়েকদিনে আরও নামবে পারদ

আরও কমল তাপমাত্রা (Temperature)। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, আজ শনিবার মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন রাজ্যে ঝোড়ো ব্যাটিং চালাবে শীত (Winter)।

Winter (Representational Image Only)

কলকাতা, ১৮ ডিসেম্বর: আরও কমল তাপমাত্রা (Temperature)। আলিপুর আবহাওয়া অফিস (IMD) জানিয়েছে, আজ শনিবার মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন রাজ্যে ঝোড়ো ব্যাটিং চালাবে শীত (Winter)।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ আকাশ থাকবে পরিষ্কার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ আরও নামবে। আগামী কয়েকদিনে কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা আছে। সকালে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। আরও পড়ুন: Poush Mela 2021: ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলা, আয়োজন করছে বাংলা সংস্কৃতি মঞ্চ

এ বছর সঠিক সময়ে তার আগমন ঘটলেও নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়ায় একেবারে কোণঠাসা হয়েছিল শীত। এতদিনে সেসব ভ্রুকূটি কাটিয়ে এখন মেরুদণ্ড সোজা করে বঙ্গবাসীর অন্দরে ঢুকে পড়েছে সে। উত্তুরে হাওয়া জানান দিচ্ছে পিকনিকের সময় এল। কমলা লেবু, নতুন গুড়, পিঠেপুলি, আর বড়দিনে হরেকরকমের কেক আসছে রসনায় তৃপ্তি দিতে।