West Bengal Weather Update: রবিবারও আবহাওয়া শুষ্ক, শহর কলকাতায় বেশ ঠাণ্ডা-ঠাণ্ডা ভাব
ছুটির (Holi Day) দিনে বেশ ঠাণ্ডা-ঠাণ্ডা আবেশে গা ভাসিয়েছে শহর কলকাতা (Kolkata)। তবে ডিসেম্বর (December) আসতে চললেও তেমনভাবে শীতের (Winter) দেখা নেই। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বছরের শেষ মাসের হাত ধরেই সূচনা হবে শীতের। এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যেতে পারে ৫ ডিগ্রীতে।
কলকাতা, ২৪ নভেম্বর: ছুটির (Holi Day) দিনে বেশ ঠাণ্ডা-ঠাণ্ডা আবেশে গা ভাসিয়েছে শহর কলকাতা (Kolkata)। তবে ডিসেম্বর (December) আসতে চললেও তেমনভাবে শীতের (Winter) দেখা নেই। যদিও হাওয়া অফিস জানিয়েছে, বছরের শেষ মাসের হাত ধরেই সূচনা হবে শীতের। এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে যেতে পারে ৫ ডিগ্রীতে। আজ রবিবারও আবহাওয়া রয়েছে শুষ্ক (Dry)। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে যা ১ ডিগ্রি বেশি। সেই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস বলে খবর আবহাওয়া দফতর সূত্রে (IMD)।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ভারী তুষারপাত শুরু হয়েছে উত্তরের রাজ্য হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। সেখানে জাঁকিয়ে শীত পড়েছে। ঘন কুয়াশার (Fog) হাত ধরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে ভারী তুষারপাত (Snowfall)। জম্মু-কাশ্মীরেও (Jammu & Kashmir) অবস্থা একই রকম। শুরু হয়েছে ভারী তুষারপাত। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: West Bengal Weather Update: সপ্তাহান্তেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা নেই, ডিসেম্বরেই নামবে পারদ
পাশাপাশি হিমালয়ের (Himalaya) পাদদেশের জেলাগুলিও ঘন কুয়াশাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গেও (South Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই (Rain)। বেশ কিছুদিন আবহাওয়া শুষ্ক থাকবে।