কলকাতা, ২৩ নভেম্বর: শীতের (Winter) প্রতিক্ষায় আরও একটা সপ্তাহ (Week) শেষ। কিন্তু সপ্তাহান্তের দিনটিতেও তিনি বেপাত্তা। আজ শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে খবর আবহাওয়া দফতর সূত্রে (IMD)। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, নভেম্বরের শেষ পর্যন্ত আবহাওয়া একইরকম থাকবে। তবে সকাল ও বিকেলের দিকে একটু বেশি ঠান্ডা অনুভব হতে পারে। বাতাসে আদ্রতাও অনেকটা কম থাকবে। পাকাপাকিভাবে এখনও পর্যন্ত শীত নেই, তবে ঠান্ডার আমেজ এরকমই থাকবে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তর ভারতের জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) এবং হিমাচল প্রদেশে (Himachal Pradesh) তুষারপাত চলছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে বৃষ্টির পাশাপাশি ভারী তুষারপাতের (Snowfall) সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম শীতল হাওয়ার সামনে আর কোনও বাধা নেই বলেই জানা যাচ্ছে। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি হিমালয়ের পাদদেশের জেলাগুলি ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। দক্ষিণবঙ্গেও (South Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই (No rain)। শুষ্ক থাকবে আবহাওয়া। কালমেগি (Kalmaegi) ঝড়ের কোনো প্রভাবই এ রাজ্যে পড়বে না। ফিলিপিন্স (Philippines) উপকূলেই শুধু প্রভাব ফেলবে এই ঝড়। আরও পড়ুন: Weather Update: ডিসেম্বরে নামবে পারদ, প্রায় ৫ ডিগ্রি কমে পড়বে জাঁকিয়ে শীত
আগামী দু-তিন দিন সিকিম (Sikkim) সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশা থাকবে।