West Bengal Weather Update: শীত যেন লুকোচুরি খেলছে, শনিবারও ১৮-এর ঘরে তাপমাত্রা
দুদিন আগে এক ঝটকায় তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। তবে গতকাল শুক্রবার ফের তাপমাত্রার পারদ পৌঁছেছিল ১৮-এ। গত বৃহস্পতিবার শহরের তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝাতেই আটকে গিয়েছে শীতের আমেজ (Winter)।
কলকাতা, ৭ নভেম্বর: দুদিন আগে এক ঝটকায় তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। তবে গতকাল শুক্রবার ফের তাপমাত্রার পারদ পৌঁছেছিল ১৮-এ। গত বৃহস্পতিবার শহরের তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝাতেই আটকে গিয়েছে শীতের আমেজ (Winter)।
এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রী বেশি। দুর্বল হয়ে পড়েছে উত্তুরে হাওয়া। দখিনা বাতাসের জেরে ডিসেম্বরের (December) দুপুরেও ঘামছে শরীর। গত কয়েকদিনের তাপমাত্রা নেমে যাওয়া শীতের আমেজ উপভোগ করছিল শহরবাসী। তবে পশ্চিমি ঝঞ্জার প্রভাবে বাধা পাচ্ছে শীত। এমনটা অবশ্য থাকবে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কনকনে ঠান্ডা পড়তে আরও কয়েক দিন লাগবে। হয়ে যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি। পশ্চিমি ঝঞ্ঝার কারণে এ রাজ্যে উত্তরের হিমেল হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। এই বাধা সরে গেলেই পারদ নামবে। আরও পড়ুন: West Bengal Weather Update: আজ তাপমাত্রা বেড়ে ফের ১৮ ডিগ্রিতে
ঠান্ডার বদলে জলীয় বাষ্প বেড়ে আবহাওয়া গুমোট হয়ে গিয়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল রবিবার থেকে কমতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। সপ্তাহের শুরুতে ঝঞ্ঝা কাটলেই আবার ঠান্ডা (Coldness) উপভোগ করবে শহরবাসী।