West Bengal Weather Today: ডিভিসি, পাঞ্চেৎ, তেনুঘাটের জলে দুর্ভোগ, মঙ্গলবার কি বৃষ্টির বেগ বাড়বে বাংলায়? হাওয়া অফিস কী বলছে

এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় বঙ্গের নদীগুলিতে যেমন জস্তর বাড়ছে, তেমনি পাঞ্চেৎ, তেনুঘাট এবং ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। ফলে বাঁকুড়া, বীরভূম, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু অংশ জল বাড়তে শুরু করেছে।

Kolkata Rain (File Photo. Photo Credits: ANI)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: সোমবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পর মঙ্গলবার কি আবহাওয়া কি পালটাবে? এমনই প্রশ্ন ঘোরাফেরা করতে শুরু করেছে বর্তমানে। আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, বাংলার (West Bengal) উপর যে নিন্মচাপটি প্রভাব বিস্তার করছিল, সেটি ক্রমশ সরতে শুরু করেছে। ফলে মঙ্গলবার দিনভর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড (Jharkhand) এবং ছত্তিশগড়ের দিকে সরতে শুরু করেছে। ফলে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় বৃষ্টি হলেও, তা খুব বেশি জোরদার হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও, উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-সহ আরও বেশ কিছু জায়গয় বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আরও পড়ুন: Kolkata Weather Today: নিম্নচাপ সরছে, সোমবার সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া, কী বলছে হাওয়া অফিস

প্রসঙ্গত এক নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় বঙ্গের নদীগুলিতে যেমন জস্তর বাড়ছে, তেমনি পাঞ্চেৎ, তেনুঘাট এবং ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে। ফলে বাঁকুড়া, বীরভূম, হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু অংশ জল বাড়তে শুরু করেছে। ফলে প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে সোম রাতের সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সোমবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বৈঠকের মাঝেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ৩বার তিনি  কথা বলেছেন। পাঞ্চেৎ, ডিভিসি এবং তেনুঘাট থেকে যাতে জল ছাড়া না হয়, সে বিষয়ে হেমন্ত সোরেনের সঙ্গে তিনি কথা বলেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।



@endif