West Bengal: 'ডাস্টবিন থেকে তুলে বিধায়ক করেছিলাম, ভোটে দাঁড়ালে কুকুরের মত তাড়াব', মণিরুল ইসলামকে হুঁশিয়ারি অনুব্রতর

ছাড়ব না, আগেও ছাড়িনি। আজকেও ছাড়ব না।"

মণিরুল ইসলাম ও অনুব্রত মণ্ডল (Photo: IANS)

বোলপুর, ১২ মার্চ: "লাভপুর থেকে নির্বাচনে দাঁড়ালে কুকুরের মত তাড়াব। আর এরপর তৃণমূল কর্মীর উপর আক্রমণ হলে বাড়ি মাঠে পরিণত হবে।" লাভপুরের তৃণমূল (TMC) নেতা সুফল বাগদি খুনের ঘটনায় বিধায়ক মণিরুল ইসলামকে (Monirul Islam) এভাবেই হুঁশিয়ারি দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, তৃণমূল কর্মী সুফল বাগদি খুনের প্রতিবাদে বুধবার লাভপুরের বাঘা গ্রামে গ্রামে সভা করেন তৃণমূল জেলা সভাপতি। সভায় উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহাও। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মণিরুল ইসলামের উদ্দেশে হুঁশিয়ারি দেন অনুব্রত। বলেন, "ভালো কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে। এক মাথা মোটা, ডাস্টবিন থেকে তুলে এনে বিধায়ক করেছিলাম। ডাস্টবিন জানেন তো? অনেক ময়লা পড়ে থাকে। সেই ময়লাটা পুকুরে ধুয়ে বিধায়ক করেছিলাম... ছাড়ব না, আগেও ছাড়িনি। আজকেও ছাড়ব না।"

এরপরই আত্মবিশ্বাসের সঙ্গে অনুব্রত মণ্ডল দাবি করেন যে, "লাভপুরে যেই দাঁড়াবে, ৬০ হাজার ভোটে জিতব। উন্নয়ন করেছি যে। মানুষের ভোট চাওয়ার আমাদের অধিকার আছে যে।" আরও পড়ুন: Higher Secondary Exam 2020: ভুল করে অন্য কেন্দ্রে, কলকাতা পুলিশের সাহায্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারল এক পরীক্ষার্থী

ঠিক তখনই সভায় উপস্থিত কেউ তাঁকে প্রশ্ন করেন, "মণিরুল ইসলাম যদি বিজেপির হয়ে এখান থেকে দাঁড়ায়?" জবাবে হুঁশিয়ারির সুরে অনুব্রত মণ্ডল বলেন, "ভালো হয়। ও দাঁড়ালে খুব ভালো হয়৷ আমি তো চাই ও দাঁড়াক। সাহায্য লাগলে করব৷ কুকুরের মত তাড়াব৷ এরপরেও তৃণমূল কর্মী আক্রমণ হলে দেখব। সে পালিয়ে যাবে, কিন্তু বাড়িটা তো থাকবে৷ সকালে দেখবে বাড়িটা মাঠ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ছেড়ে দেবে না।"