21 July Live: ১০০ দিনে 'খেলা হবে'প্রকল্পের ঘোষণা, বাংলাকে ভাতে মারা যাবে না, ১০০ দিনের টাকা আদায়ে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক মমতার

আজ সেই দিন। ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস ক্যালেন্ডারের একটা দিন তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য বানিয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

21 Jul, 20:07 (IST)

২০২৪ সালে জয় INDIA-র স্লোগান দেবে তৃণমূল বললেন মমতা। 

INDIA লড়বে,তৃণমূল কংগ্রেস ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে: মমতা

১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল: মমতা

দেখুন ভিডিয়ো

21 Jul, 19:58 (IST)

INDIA-জোটের মুখ্যমন্ত্রীদের নিয়ে মণিপুর অভিযান পরিকল্পনা মমতার।  সমস্ত সীমা লঙ্খন করেছে বিজেপি। ১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলাকে ভাতে মারার চেষ্টা করে লাভ হবে না।

21 Jul, 19:56 (IST)

১০০ দিনের কাজের টাকা আদায়ের প্রতিবাদে ২ অক্টোবর দিল্লি চলো অভিযানের ডাক মমতার। ৭ হাজার টাকা বকেয়া । ১০০ দিনের টাকা আদায়ের জন্য অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে বড় ঘেরাও, ধরনার ঘোষণা দিদির। তার আগে আগামী ৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল নেতারা। 

21 Jul, 19:45 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

দেখুন টুইট


 

21 Jul, 19:45 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

21 Jul, 19:45 (IST)

মমতার ঘোষণা, রাজ্যের টাকায় ১০০ দিনের কাজ হবে

21 Jul, 19:43 (IST)

আমি চ্যালেঞ্জ নেওয়া হোক, মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায় 

দেখুন ভিডিয়ো

একুশে জুলাই শহিদ স্মরণে | Martyrs' Day #ShahidDibas https://t.co/plxDPmvXIS

21 Jul, 19:36 (IST)

২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বললেন মমতা। পঞ্চায়েত নির্বাচনে ৭১ হাজার বুথে ভোট হল। কিন্তু গোলমাল হল তিন জায়গায়-ভাঙড়, ডোমকল, ইসলামপুর। সব থেকে বেশি খুন হয়েছেন তৃণমূল কর্মীরা।।

21 Jul, 19:29 (IST)

কোথায় গেল বেটি বাঁচাও, দেশে বেটিরা জ্বলছে। মণিপুর নিয়ে সরব মমতা।

দেখুন ভিডিয়ো

 

21 Jul, 18:19 (IST)

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে পুলিশ লেখা গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করল এক যুবক। মমতা সেই সময় কালীঘাটে নিজের বাড়িতে ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। যুবকটির ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র পাশাপাশি ভোজাালি ও অন্যান্য অস্ত্রশস্ত্রও ছিল। পুলিশ তাকে গ্রেফতারের পর জেরা করছে।

দেখুন টুইট

 

21 Jul, 17:06 (IST)

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠান শুরুর আগে টুইট করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেখুন টুইট

 

21 Jul, 16:46 (IST)

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের ঠিক সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিতে রেকর্ড জনসমাগম। এর আগে কলকাতায় তৃণমূলের যাবতীয় কর্মসূচির ভিড়ের সব রেকর্ড ভাঙতে পারে এদিন। ঝড়-বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে শহরে এসেছেন।

দেখুন টুইট

 

21 Jul, 16:37 (IST)

এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায়  ৫৫ শতাংশ ভোট, সেখানে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত ভোট ২৪ শতাংশ। রাজ্যের ২০টি জেলা পরিষদেই অনায়াসে জেতে তৃণমূল। জেলা পরিষদে মোট ৯২৮টি আসনের মধ্যে তৃণমূল জেতে ৮৭৮টি আসন, বিজেপি সেখানে পায় মাত্র ৩২টি, কংমগ্রেস ১৪টি, বামেরা ২টি আসনে।  পঞ্চায়েত সমিতির ৩১৪ (৯৭৩০টি আসন)-টির মধ্যে তৃণমূল পায় ৩১৪টি, বিজেপি ৭টি, কংগ্রেস দুটি। বামেরা একটি পঞ্চায়েত সমিতিতেও ক্ষমতা দখল করতে পারেনি। আর রাজ্যের ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল দখল করেছে ২৬৪১টি, বিজেপি ২৩৮টি, বামেরা ৩০টি, কংগ্রেস ২১টি ও অন্যান্যরা জেতে ১১০টি-তে। 

দেখুন ২১ জুলাইয়ের লাইভ ভিডিয়ো

 

21 Jul, 16:00 (IST)

২১ জুলাইয়ের মঞ্চে দেখা যাবে না তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনকে। ডেরেক  জানালেন, তিনি ১৯ বছরে এই প্রথম দলের কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। ডেরেক টুইটের মাধ্যমে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দিল্লিতে থাকতে বলেছেন সংসদ অধিবেশনে যোগ দিতে। আর তাই তিনি ১৯ বছরের মধ্যে এই প্রথম কলকাতায় দলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে থাকতে পারছেন না। প্রসঙ্গত, বাদল অধিবেশের প্রথম দিনে রাজ্যসভায় ডেরেকের বক্তব্য দেশজুড়ে ঝড় ওঠে।

ক দিন আগে দল তাঁকে আরও একবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করেছে। ডেরেক ও'ব্রায়েন দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের মুখ। এখন আবার INDIA হওয়ার পর ডেরেকের দায়িত্ব আরও বে়ড়েছে।

দেখুন টুইট

 

21 Jul, 15:56 (IST)

১) পঞ্চায়েতে সন্ত্রাস রুখতে তার সরকারের ভূমিকা ও দলীয় কর্মীদের মৃত্যু নিয়ে কী বলেন, ২) বিরোধী জোট বা INDIA তার বক্তব্য কতটা থাকে, ৩) ইন্ডিয়ার বড় শরিক কংগ্রেসকে তোপ দাগেন কি না, ৪) মণিপুর নিয়ে মোদী সরকারকে কতটা আক্রমণ করেন, ৫) এক সময় তার প্রধান সেনাপতি, এখন তার সবচেয়ে বড় সমালোচক শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বলেন, ৬) ইডি, সিবিআই নিয়ে কী বলেন। ৭) জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মঞ্চলকে নিয়ে কিছু বলেন কি না, ৮) অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নি ঘোষদের ইডি-র তলব নিয়ে কিছু বলেন কি না, ৯) লোকসভার আগে দলীয় কর্মীদের কী বলবেন, আর কী কর্মসূচি নিচ্ছেন, ১০) রাজ্যে ৩৫৬ বা ৩৫৫ ধারার চেষ্টা নিয়ে কী বলেন, ১১) রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে, ১২) আদালত প্রসঙ্গে, ১৩) পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে।

দেখুন ভিডিয়ো

 

21 Jul, 15:56 (IST)

১) পঞ্চায়েতে সন্ত্রাস রুখতে তার সরকারের ভূমিকা ও দলীয় কর্মীদের মৃত্যু নিয়ে কী বলেন, ২) বিরোধী জোট বা INDIA তার বক্তব্য কতটা থাকে, ৩) ইন্ডিয়ার বড় শরিক কংগ্রেসকে তোপ দাগেন কি না, ৪) মণিপুর নিয়ে মোদী সরকারকে কতটা আক্রমণ করেন, ৫) এক সময় তার প্রধান সেনাপতি, এখন তার সবচেয়ে বড় সমালোচক শুভেন্দু অধিকারীকে নিয়ে কী বলেন, ৬) ইডি, সিবিআই নিয়ে কী বলেন। ৭) জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মঞ্চলকে নিয়ে কিছু বলেন কি না, ৮) অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নি ঘোষদের ইডি-র তলব নিয়ে কিছু বলেন কি না, ৯) লোকসভার আগে দলীয় কর্মীদের কী বলবেন, আর কী কর্মসূচি নিচ্ছেন, ১০) রাজ্যে ৩৫৬ বা ৩৫৫ ধারার চেষ্টা নিয়ে কী বলেন, ১১) রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে, ১২) আদালত প্রসঙ্গে, ১৩) পঞ্চায়েত নির্বাচনে জয় নিয়ে।

21 Jul, 15:49 (IST)

কলকাতার রাস্তা এখন সব জায়গায় তৃণমূল কর্মী, সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে। বাস-ট্রাম, মেট্রো, সব জায়গাতেই ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দেওয়ার ভিড়। বহু তৃণমূল সমর্থকদের লঞ্চে চেপে কলকাতার পথে আসতে দেখা যাচ্ছে। ধর্মতলা চত্বরে শুধুই কালো মাথার ভিড়। রাস্তায় যান নিয়ন্ত্রণে নেমে নাজেহাল পুলিশ কর্মীরা।


 

21 Jul, 15:33 (IST)

লোকসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ শহিদ দিবস। মমতা কী বার্তা দেন তা নিয়ে লক্ষ্য সবার। দেশের বিরোধী শক্তিরা এক জায়গায় হয়ে INDIA নাম দিয়ে জোট গড়েছে। কংগ্রেস, তৃণমূল, আপ, আরজেডি, জেডি (ইউ), বাম দলের সহ দেশের মোট ২৬টি দল একজোট হয়ে যে ইন্ডিয়া নামের জোট গড়েছেন, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা। শোনা গিয়েছে INDIA নামের প্রস্তাবটা মমতারই দেওয়া। ২১ জুলাইয়ের মঞ্চে INDIA কতটা থাকে, বিশেষ করে যখন পঞ্চায়েতে সন্ত্রাসের পিছনে মমতা বিজেপির সঙ্গে সিপিএম-কংগ্রেসকে একযোগে আক্রমণ ও কাঠগড়ায় তুলেছেন। 

21 Jul, 15:27 (IST)

ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সকাল থেকে ভিড় জমতে শুরু করছিল। আর এখন সেটা কার্যত হাউসফুল। লক্ষাধিক মানুষ রাজপথের রাস্তা দিয়ে শহিদ দিবসের মঞ্চে যোগ দিতে আসছেন। 


আজ সেই দিন। ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস ক্যালেন্ডারের একটা দিন তাঁর দল তৃণমূল কংগ্রেসের জন্য বানিয়ে দিতে সফল হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন। জিতুন বা হারুন। ২১ জুলাইয়ের মঞ্চ মানেই তৃণমূল সমর্থক, পার্টি কর্মীদের আবেগের ঢল। এখন তিনি ১২ বছর পর রাজ্যের ক্ষমতায়। জাতীয় দলের তকমা হারালেও দিল্লির রাজনীতিতেও বড় শক্তি। সিংহাসনে থাকায় মানুষকে দেওয়ার মত ক্ষমতা থাকায় তিনি ডাকলে এমনিতেই ভিড় হবে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তিনি যখন একেবারে কোণঠাসা, সিপিএমের কাছে বারবার হেরে কার্যত একা, তখনও ২১ জুলাই মানুষ তার এক ডাকে বহু দূরের পথ পেরিয়ে হাজির হয়েছে।

২১ জুলাই মানে মমতা ম্যাজিক। তৃণমূল সমর্থকদের কাছে ২১ জুলাই মানে অঘোষিত মমতা দিবস। ক্ষমতায় বসার পর এই মমতা আর সেই মমতা নেই বলা মানুষও টিভিটা একবার খুলে জানতে চান তিনি কী বললেন। তবে ২১ জুলাই নিয়ে বিরোধীদের কটাক্ষের তীব্রতাও প্রবল। শহিদ দিবসের মঞ্চে মমতা শুধুই ক্ষমতায় থাকার মঞ্চ বানিয়েছেন। সন্ত্রাস করে ভোটে জিতছেন। এমন কটাক্ষ শুনতে হয় তাঁকে। তবে রাজনীতি মানেই তো তাই। একদিকে প্রশংসা, অন্যদিকে সমালোচনা। তবে সাধারণ মানুষের কাছে ২১ জুলাই ভোগান্তির একটা দিন। লক্ষ লক্ষ মানুষের জনস্রোতে মহানগরী স্তব্ধ। কিন্তু অফস তো যেতে হবেই। গুরুত্বপূর্ণ কাজও থাকে।

রক্তাক্ত পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর আজ, শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চটা অঘোষিতভাবে তৃণমূলের বিজয় মঞ্চ হতে পারত। কিন্তু তৃণমূলের জয় ছাপিয়ে এবার দেশজুড়ে বাংলার রক্তস্নাত পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাস ইস্যুটা অনেক বড় করে সামনে আসছে। বিজেপি নেতা-কর্মীরা মণিপুর ইস্যুর সঙ্গে বাংলার পঞ্চায়েত নির্বাচনকে তুলনা করেছেন। বাংলার পঞ্চায়েত ভোট নিয়ে ক্ষুব্ধ আদালতও। সাম্প্রতিক কালে সবচেয়ে দেশের সবচেয়ে রক্তাক্ত আর সন্ত্রাসের ভোট হয়েছে বাংলার ত্রিস্তরীয় পঞ্চায়েতে। তৃণমূল ২০টি জেলা পরিষদ, বেশীরভাগ পঞ্চায়ত সমিতি, গ্রাম পঞ্চায়েতে জিতে বিরোধীদের কার্যত খড়কুটোর মত উড়িয়ে দিয়েছে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now