West Bengal Shocker: মদ অমিল, হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে নেশার ট্যাবলেট খেয়ে মৃত্যু ২ যুবকের!
লকডাউনের (Coronavirus Lockdown) জেরে মদ (Wine) অমিল। আর তা না পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এবার মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ (Homeopathy Medicine) খেয়ে মৃত্যু হল ২ যুবকের। অসুস্থ আরও ২ জন। পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) ঘটনা। কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২অসুস্থ। মৃতদের নাম ভরত দাস ও পঙ্কজ দাস। গুরুত্বর অসুস্থ হলেন গঙ্গু দাস ও গৌতম দাস।
কাঁথি, ১২ এপ্রিল: লকডাউনের (Coronavirus Lockdown) জেরে মদ (Wine) অমিল। আর তা না পেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এবার মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ (Homeopathy Medicine) খেয়ে মৃত্যু হল ২ যুবকের। অসুস্থ আরও ২ জন। পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) ঘটনা। কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২অসুস্থ। মৃতদের নাম ভরত দাস ও পঙ্কজ দাস। গুরুত্বর অসুস্থ হলেন গঙ্গু দাস ও গৌতম দাস।
জানা গেছে, লকডাউনের মধ্যে চার জন মিলে মদ খাওয়ার পরিকল্পনা নিয়ে জমায়েত হয়েছিল। তবে এলাকায় মদ না পেয়ে চারজন মিলে শুক্রবার দুপুরে হোমিওপ্যাথি ঔষুধ খেয়ে নেয়। ব্রায়োনিয়া ৩০ নামে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে কোনও নেশার ট্যাবলেট কেনেন কাঁথির মারিশদা থানা এলাকার শিল্পীবাড়ির বাসিন্দা চার যুবক। এর পর থেকেই অসুস্থ হতে থাকেন। শনিবার বাড়িতে থাকাকালীন চার জনের অসুস্থতা আরও বাড়ে। এরপর বাড়ির লোকজন চারজনকে কাঁথি হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুরে ভরতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার রাতে মৃত্যু হয় পঙ্কজের। আরও পড়ুন: Kolkata: বেহালায় এক সদ্যোজাতর নাম রাখা হল 'করোনাস'
মারিশদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ওষুধের শিশিটি উদ্ধার করেছে। অসুস্থ গৌতম দাসের স্ত্রী প্রতিমা দাস বলেন, "চারজনে নিয়মিত মদ্যপান করত। লকডাউনের কারণে ১০-১২ দিন কোথাও মদ পাওয়া যায়নি তাই ওরা মদ খায়নি। শনিবার দুপুরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে খেতে রাজি হয়নি। বারবার ডাকলেও খেতে রাজি হয়নি। পরে অসুস্থতা আরও বাড়লে এদের বাড়ি থেকে হাসপাতালে আনা হয়।" জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি বলেন, “মদ না পেয়ে এভাবে আরও কেউ নেশা করার চেষ্টা করছে কি না তা আমরা দেখছি।"