শিলিগুড়ি: নরেন্দ্র মোদির মত সেজে- মুখোশ পরে জন্মদিন পালন খুদে পড়ুয়াদের

আজ, মঙ্গলবার নরেন্দ্র মোদি (Narendra Modi) -র জন্মদিন। দেশজুড়ে মোদির জন্মদিনে মেতেছেন তাঁর সমর্থকরা। কোথাও ৬৯ ফুট উচ্চতার কেক কেটে, তো কোথাও আবার সোনার মুকুট মন্দিরে উৎসর্গ করা। মোদির ৬৯তম জন্মদিনটা স্পেশাল হচ্ছে বিভিন্নভাবে। মমতা ব্যানার্জি-র রাজ্য শিলিগুড়ির এক বেসরকারী স্কুলে আবার প্রধানমন্ত্রীর জন্মদিনটা অভিনয় কায়দায় পালন করা হল।

নরেন্দ্র মোদি। (Photo Credits: PTI)

শিলিগুড়ি, ১৭ সেপ্টেম্বর: আজ, মঙ্গলবার নরেন্দ্র মোদি (Narendra Modi) -র জন্মদিন। দেশজুড়ে মোদির জন্মদিনে মেতেছেন তাঁর সমর্থকরা। কোথাও ৬৯ ফুট উচ্চতার কেক কেটে, তো কোথাও আবার সোনার মুকুট মন্দিরে উৎসর্গ করা। মোদির ৬৯তম জন্মদিনটা স্পেশাল হচ্ছে বিভিন্নভাবে। মমতা ব্যানার্জি-র রাজ্য শিলিগুড়ির এক বেসরকারী স্কুলে আবার প্রধানমন্ত্রীর জন্মদিনটা অভিনয় কায়দায় পালন করা হল। শিলিগুড়ি ব্রাইট একাডেমির শিক্ষার্থীরা মঙ্গলবার মোদির ব্যানারে ভরে গেল গোটা স্কুল চত্বর৷ মুখে প্রধানমন্ত্রীর মুখোশ পরে এবং মোদি-র আকারেই বানানো প্ল্যাকার্ড নিয়ে জন্মদিন পালন করল স্কুলের পড়ুয়ারা৷

শিলিগুড়ির এই বেসরকারী স্কুলের শিক্ষক জানালেন,'' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কীভাবে দেশের উন্নতি করছেন তা ছোট বাচ্চাদের জানা দরকার। তাই পুরো আয়োজন। শিক্ষক হয়ে তাদেরকে এগুলো জানানো আমাদের কর্তব্য৷ তাই আমাদের তরফ থেকে এটা একটা ছোট্ট চেষ্টা৷'' মোদির জন্মদিনে স্কুলের পড়ুয়াদের কাছে মোদির জীবন সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।  আরও পড়ুন-মোদির জন্মদিনে দিদির শুভেচ্ছা

এদিকে, মোদির ৬৯- তম (69th Birthday) জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে বিজেপি সমর্থকরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ৭ দিন ধরে চলছে 'সেবা সপ্তাহ' (Seva Saptah)। শ্রম দান, উপহার দান, রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বচ্ছতার মত নানারকম কার্যকলাপ। এরই মধ্যে এক অভাবনীয় ঘটিয়ে ফেললেন এক বারাণসীর ভক্ত।

আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সঙ্কট মোচন মন্দিরে উৎসর্গ করেছেন দেড় কেজি ওজনের সোনার মুকুট। এই মোদিভক্তের নাম অরবিন্দ সিং। এই ভক্ত সংবাদমাধ্যমকে জানান, 'লোকসভা নির্বাচনের আগেই ঠিক করেছিলাম মোদিজি ফের ক্ষমতায় এলে হনুমান মন্দিরে দেড় কেজি ওজনের সোনার মুকুট দেব। মোদিজির জন্মদিন উপলক্ষ্যে সেটাই করলাম।'