Covid-19 Cases In West Bengal: ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৭১৯ জন

গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭১৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৭২৭ জনের। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ২৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৮ হাজার ৮ জনের। করোনা আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৬২৯ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ, আর মৃত্যুহার ১.১৯ শতাংশ।

Coronavirus (Photo Credits: IANS)

কলকাতা, ১৭ সেপ্টেম্বর: গত ২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন ৭১৯ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ২৮৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসা চলছে ৮ হাজার ৮ জনের। করোনা আক্রান্ত হয়ে বাংলায় মোট প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৬২৯ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ, আর মৃত্যুহার ১.১৯ শতাংশ।

আজ পশ্চিমবঙ্গে মোট ৪০ হাজার ১৮১টি নমুনার পরীক্ষা হয়েছে। আজ পর্যন্ত মোট ১ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৩৭৬টি নমুনার পরীক্ষা হয়েছে। আরও পড়ুন: Covid Vaccination: নরেন্দ্র মোদীর জন্মদিনে টিকাকরণে রেকর্ড, দেশে একদিনে ২ কোটির বেশি মানুষ পেলেন কোভিড টিকা

এদিকে, টিকাকরণে আজ দেশ সর্বকালীন রেকর্ড গড়েছে। নরেন্দ্র মোদীর জন্মদিনে (Narendra Modi BirthDay) টিকাকরণে রেকর্ড। প্রথমবারের মতো একদিনে ২ কোটির বেশি কোভিড টিকা (COVID-19 Vaccine) দিয়েছে ভারত। এই সংখ্যা আরও বাড়বে। সরকার আজ আড়াই কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। ২৪ জুন চিন একদিনে সর্বোচ্চ ২ কোটি ৪৭ লাখ ডোজ টিকা দিয়ে রেকর্ড করেছে। সেই রেকর্ড ছাপিয়ে যেতে পারে ভারত। কারণ, স্বাস্থ্যমন্ত্রকের এক অধিকর্তা জানিয়েছেন গড়ে প্রতি মিনিটে প্রায় ৪২ হাজার মানুষকে টিকা দেওয়া হচ্ছে।