Coronavirus In West Bengal: রাজ্যে একদিনে করোনার রেকর্ড সংক্রমণ, আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার
রাজ্যে একদিনে করোনার (Coronavirus) রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪২। করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করল। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৯০। ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬। একদিনে সুস্থ হয়েছেন আর ৩৪৫ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৫৩৫। রাজ্যে এই মুহূর্তে করোনা চিকিৎসাধীন ৫ হাজার ৩৯ জন। রাজ্যে সুস্থতার হার ৬৫ শতাংশ।
কলকাতা, ২৬ জুন: রাজ্যে একদিনে করোনার (Coronavirus) রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪২। করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করল। করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৯০। ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬। একদিনে সুস্থ হয়েছেন আর ৩৪৫ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ হাজার ৫৩৫। রাজ্যে এই মুহূর্তে করোনা চিকিৎসাধীন ৫ হাজার ৩৯ জন। রাজ্যে সুস্থতার হার ৬৫ শতাংশ।
শুধুমাত্র কলকাতাতেই নতুন করে সংক্রমিত ১২৮। হাওড়ার একদিনে আরও ১১০ জনের সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় আরও ৯৯ জন সংক্রমিত। সংক্রমণের সিংহভাগ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায়। ৩ জেলায় মোট সংক্রমিতর সংখ্যা ১০ হাজার ৬৪। আরও পড়ুন: HS Examination 2020 Cancelled: বাতিল হল উচ্চমাধমিকের বাকি পরীক্ষা, ৩১ জুলাইয়ের মধ্যে ফলপ্রকাশ
এনআরএস কলেজ হাসপাতালে ফের তিনজন প্রসূতি করোনা আক্রান্ত হয়েছেন বলে সূত্রের খবর। ওই তিনজন প্রসূতি ও সদ্যোজাতদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রসূতিদের অস্ত্রোপ্রচার হয়েছে করোনা সতর্কতা মেনেই, বক্তব্য এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের।