COVID 19 Guidelines In West Bengal: খোলা যাবে জিম, শ্যুটিংয়েও ছাড়, নয়া কোভিড গাইডলাইন নবান্নের
কলকাতা, ১৭ জানুয়ারি: বিয়েবাড়ি, মেলায় ছাড় দেওয়ার পর এবার নতুন করে নয়া নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফে। আজ সন্ধ্যায় রাজ্য সরকারের (West Bengal Govt) তরফে নতুন করে নির্দেশিকা জারি করা হয়। রাত ৯টা পর্যন্ত খোলা থাকতে পারবে জিম। সেক্ষেত্রে ৫০ শতাংশ নিয়ে খুলতে হবে জিম (Gym)। তবে জিমের কর্মী এবং যাঁরা সেখানে যাবেন, প্রত্যেককে টিকার দুই ডোজ নিয়ে তবেই সেখানে প্রবেশ করতে হবে বলে জানানো হয় নবান্নের তরফে।
সামাজিক দূরত্ব মেনে সিনেমা এবং মেগা সিরিয়ালের শ্যুটিং করা যাবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে। খোলা মঞ্চে যাত্রাও করা যাবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে নবান্নের (Nabanna) তরফে।
রাজ্যে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। ডেল্টার (Delta) সঙ্গে যুক্ত হয়েছে নতুন করে ওমিক্রনের (Omicron) নাম। ফলে রাজ্যজুড়ে যাতে আর নতুন করে সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয় সরকারের তরফে। নবান্নের তরফে নয়া গাইডলাইন প্রকাশের পর এবার ক্রমশ তা শিথিল করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।