Bidhannagar Municipal Corporation Elections 2022 Results: বিধাননগরে ৯৫ শতাংশ আসনে জয় তৃণমূলের, একটি ওয়ার্ডের ফল চমক

বিধাননগরে এবার পুরোটাই জোড়া ফুলের দখলে যাওয়ার পথে। ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি-তে এগিয়ে তৃণমূল। ১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী মমতা মণ্ডল। ২৯ নম্বর ওয়ার্ডে জিতলেন প্রাক্তন মেয়র তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী।

TMC Flag (Photo Credit: Twitter/AITC)

বিধাননগরে এবার পুরোটাই জোড়া ফুলের দখলে। ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি-তে জিতল তৃণমূল। কিছু ওয়ার্ডে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হলেও, শেষ অবধি তৃণমূলের জয় একেবারে সহজেই এল। মাত্র দুটি ওয়ার্ডেই ছাড়া বাকি ৩৯টি-তেই বিধাননগরে শুধুই দিদির দল। ১২ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী মমতা মণ্ডল। ২৯ নম্বর ওয়ার্ডে জিতলেন প্রাক্তন মেয়র তথা তৃণমূল প্রার্থী কৃষ্ণা চক্রবর্তী। একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। বিজেপি বা বামফ্রন্টের কোনও প্রার্থী এগিয়ে নেই। তবে একটি ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে বাম প্রার্থীর জোর টক্কর চলছে। বিধাননগরের ফল অনেকটা কলকাতা পুরসভার মতই হতে চলেছে। প্রচার দেখেই বোঝা যাচ্ছিল তৃণমূলের ফল ভাল হবে।

তবে বিরোধীরা যে এভাবে ধরাশায়ী হবে তা বোঝা যায়নি। গতবার বিধাননগরে তৃণমূল জিতেোছিল ৩৭টি ওয়ার্ডে, বামেরা পেয়েছিল ২টি, কংগ্রেস ২টি-তে, বিজেপি শূন্যেতেই ছিল। আরও পড়ুন: চার পুরনিগমের ফল কোনদিকে

আজ গণনার শুরু থেকেই একের পর এক ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে থাকে। বেলা বাড়তে আসতে থাকে জয়ের খবর।

দেখুন টুইট

২০২২ বিধাননগর পুরনিগমের ফল

মোট আসন: ৪১

তৃণমূল জয়ী/এগিয়ে: ৩৯

বামফ্রন্ট জয়ী/এগিয়ে: ১

কংগ্রেস জয়ী/এগিয়ে: ২

বিজেপি জয়ী/এগিয়ে: ০

নির্দল জয়ী: ১টি-তে

২০১৫ বিধাননগর পুরনিগমের ফল

মোট আসন: ৪১

তৃণমূল জয়ী: ৩৭

বামফ্রন্ট জয়ী: ২

কংগ্রেস জয়ী: ২

বিজেপি জয়ী: ০

অন্যান্যরা জয়ী:০