West Bengal Lockdown Extended: আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ, বন্ধ থাকছে লোকাল ট্রেন

আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ। সোমবার, সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনই চলবে না লোকাল ট্রেন। তবে সরকারি, বেসরকারি বাস চলবে। ৫০%যাত্রী নিয়ে চলতে পারবে বাস।অটো, টোটাতে ছাড় দেওয়া হল।

মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ জুন: আগামী ১৫ জুলাই পর্যন্ত রাজ্যে বাড়ল কার্যত বিধিনিষেধ (West Bengal Lockdown Extended)। সোমবার, সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banrjee)। এখনই চলবে না লোকাল ট্রেন। তবে সরকারি, বেসরকারি বাস চলবে। ৫০%যাত্রী নিয়ে চলতে পারবে বাস। অটো, টোটাতে ছাড় দেওয়া হল। বিউটি পার্লার, সেলুন খোলা যাবে। সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত খোলা থাকবে বাজার। অন্যান্য দোকান সকাল ১১ টা থেকে ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

৫০% উপস্থিতিতে খোলা যাবে জিমও। আগামী ৩০ জুন পর্যন্ত কার্যত বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। করোনা মহামারীর পরিস্থিতে বিচার করেই কিছু জায়গায় ছাড় দিয়ে আরও ১৫ দিন জারি রইল বিধিনিষেধ। আরও পড়ুন, আজ আবারও বাড়ল জ্বালানির দাম, কলকাতায় পেট্রল ৯৮.৩০ টাকা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে বলেন, “রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। পজিটিভিটি রেট কমেছে। কিন্তু এখনই সব ছাড় দেওয়া সম্ভব নয়। তবে অনেকে আবেদন জানিয়েছিলেন। তাই বেশকিছু ছাড় দেওয়া হচ্ছে।” তিনি এও জানান, ট্রেন চালানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তাই এখনই  ট্রেন চালানো সম্ভব নয়। পাশাপাশি, রাজ্যবাসীকে কোভিডবিধি মানার আবেদন জানিয়েছেন তিনি।