West Bengal: সিআইডি-র হাজিরা এড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সিআইডি-র (CID) কাছে আজ হাজিরা দিচ্ছেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর না যাওয়ার বিষয়টি তদন্ত সংস্থাকে মেল করে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে সিআইডি শুভেন্দুকে তলব করেছিল আজ।

Leader of Opposition Suvendu Adhikari (Picture Credits: ANI)

কলকাতা, ৬ সেপ্টেম্বর: সিআইডি-র (CID) কাছে আজ হাজিরা দিচ্ছেন না বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর না যাওয়ার বিষয়টি তদন্ত সংস্থাকে মেল করে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্তে সিআইডি শুভেন্দুকে তলব করেছিল আজ।

২০১৮ সালে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সম্প্রতি স্বামীর মৃত্যুতে খুনের অভিযোগ দায়ের করেন শুভব্রতের স্ত্রী। এই অভিযোগেরই তদন্ত শুরু করেছে সিআইডি। সোমবার তাঁর বয়ান রেকর্ড করতে শুভেন্দুকে তলব করে তদন্তকারী সংস্থা। আরও পড়ুন: Bhabanipur By-Election: ভবানীপুর আসনে প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করল তৃণমূল

তবে সূত্র মারফৎ আগেই জানা গিয়েছিল যে শুভেন্দু আজ সিআইডি-র কাছে হাজিরা দিতে যাবে না। একটি বৈঠকের কারণে তিনি দিল্লিতে থাকবেন। আজ না গেলেও সূত্রের খবর আবারও তাঁকে তলব করা হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সিআইডির তরফে কিছু জানানো হয়নি।