Bengal Govt Slashes Coronavirus Tests charges: বেসরকারি হসপাতালে করোনা পরীক্ষার খরচ ২ হাজার ২৫০ টাকা বেঁধে দিল রাজ্য সরকার
বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার খরচ বেঁধে দিল রাজ্য সরকার। বেসরকারি হসপাতালগুলি করোনা পরীক্ষার জন্য আড়াই হাজার টাকা নিতে পারবে। আগে এই রেট ছিল সাড়ে ৪ হাজার টাকা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘোষণা করেন।
কলকাতা, ২৬ জুন: বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার (Coronavirus Tests) খরচ বেঁধে দিল রাজ্য সরকার। বেসরকারি হসপাতালগুলি করোনা পরীক্ষার জন্য ২ হাজার ২৫০ টাকা নিতে পারবে। আগে এই রেট ছিল সাড়ে ৪ হাজার টাকা। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এই ঘোষণা করেন।
এদিকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন চললেও ভোর ৫টা থেকে রাত ১০ পর্যন্ত শিথিলতা থাকছে। ১ ঘণ্টা অতিরিক্ত সময় শিথিলতা বাড়ানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আজ নাম না করে বিজেপিকেও নিশানা করেন মমতা ব্যানার্জি। বলেন, কয়েকটি বিরোধী রাজনৈতিক দল মহামারী আইন ভাঙছে। মিটিং করছে, মিছিল করছে। কোথাও কোথাও ভাঙচুর করছে। আরও পড়ুন: Coronavirus in West Bengal: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৭৫, মৃতের সংখ্যা ছাড়াল ৬০০
মুখ্যমন্ত্রী বলেন, "সবাইক অনুরোধ করছি। খালি ভাঙচুর করব সেটা হবে না। কেন জনগণের সম্মতির ক্ষতি হবে। সরকারি টাকা নষ্ট কর হবে। মিছিল, মিটিংয়ের টাইম আছে। বিয়ে বাডিতে জমায়েত না হলে আপনার মিটিং হবে কেন। রথ, শ্রাবণী মেলা ঠিক করে হল না। আপনি মিটিং করবেন কেন। আমি তো ২১ জুলাই বড় করে সমাবেশ করছি না।"