IPL Auction 2025 Live

CV Ananda Bose: কোচবিহারে হিংসায় নিহত তৃণমূল কর্মীর ভাইয়ের সঙ্গে দেখা, পরিবারের পাশে থাকার বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের

কোচবিহারের দিনহাটায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে নতুন করে সৃষ্টি হওয়া অশান্তির ফলে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী বাবু হকের। শনিবার তাঁর ভাই রহমত আলির সঙ্গে দেখা করে মৃতের পরিবারের সম্পর্কে খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস।

ফাইল ফটো (Photo Credits: PTI)

কোচবিহার: কোচবিহারের (Coochbehar) দিনহাটায় (Dinhata) বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীদের মধ্যে নতুন করে সৃষ্টি হওয়া অশান্তির (fresh violence) ফলে মৃত্যু (death) হয়েছে তৃণমূল কর্মী বাবু হকের (TMC worker  Babu Haque)। শনিবার তাঁর ভাই রহমত আলির সঙ্গে দেখা করে মৃতের পরিবারের সম্পর্কে খোঁজখবর নিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Ananda Bose)। এর পাশাপাশি মৃতের পরিবারকে প্রয়োজনীয় সবরকম সাহায্য করারও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার রাতে আচমকা কোচবিহার পৌঁছে যান রাজ্যপাল। তারপর শনিবার সকাল থেকে কোচবিহারের বিভিন্ন জায়গায় ঘুরে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া হিংসার বিষয়ে খবর নেন তিনি। মৃত তৃণমূল কর্মীর ভাইয়ের সঙ্গে দেখা করার পাশাপাশি বিজেপি কর্মীদের সঙ্গেও দেখা করেন। পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "সারাদিন যা শুনলাম ও দেখলাম তাতে আমি মর্মাহত। হিংসার ফলে সন্তানহারা মাকে দেখলাম। স্বামীকে হারিয়েছেন এমন একজন স্ত্রীকেও দেখলাম। দেখা হল, হিংসার ফলে অনাথ হওয়া শিশুর সঙ্গেও। এই সব ঘটনার ফলে আতঙ্ক গ্রাস করেছে কোচবিহারের সাধারণ মানুষকে। আমরা সবাই সাধারণ মানুষ, আর কোনও সাধারণ মানুষই চান না সমাজে এমন অশান্তি হোক, কোনও রকম হিংসার ঘটনা ঘটুক। একজন প্রবীণ নাগরিক হিসেবে আমি চাই পঞ্চায়েত ভোট অবাধ ও সুষ্ঠু ভাবে হোক। ভয়ডরহীন ভাবে প্রত্যেক ভোটার যেন নিজের ভোট দিতে পারেন। হিংসায় জড়িত থাকা সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এই সব ঘটনার পিছনে থাকা মূলচক্রীকেও গ্রেফতার করা হবে। এই বিষয়ে প্রশাসনকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে নতুন করে ফের অশান্তি ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। কাশীপুর থানার ভগবানপুর অঞ্চলে আইএসএফ প্রার্থীর লেখা দেওয়াল লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন আইএসএফ নেতা,কর্মী ও সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয় ওই এলাকায়। আরও পড়ুন: Partha Chatterjee: জেলের মধ্যে পার্থর হাতে আংটি, প্রেসিডেন্সি জেলসুপারের বিরুদ্ধে থানায় গাফিলতির অভিযোগ