Government To Shut 109 Check Post: ১০৯টি চেকপোস্ট বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের
কৃষিজাত পণ্য যাতায়াতের বাধা কাটাতে ১০৯টি চেকপোস্ট (check post) তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal government)। আজ নবান্নে (Nabanna) এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। চেকপোস্টের কারণে শষ্য নষ্ট হওয়ার একাধিক অভিযোগ পেয়েই এই সিদ্ধান্ত বলে তিনি জানান। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। এরপরই কৃষকদের সুবিধার্থে ১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।
কলকাতা, ১১ মার্চ: কৃষিজাত পণ্য যাতায়াতের বাধা কাটাতে ১০৯টি চেকপোস্ট (check post) তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal government)। আজ নবান্নে (Nabanna) এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। চেকপোস্টের কারণে শষ্য নষ্ট হওয়ার একাধিক অভিযোগ পেয়েই এই সিদ্ধান্ত বলে তিনি জানান। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান তিনি। এরপরই কৃষকদের সুবিধার্থে ১ এপ্রিল থেকে রাজ্যে ১০৯টি চেকপোস্ট তুলে দেওয়ার কথা ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রী বলেন, "মাছ বা শষ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেকপোস্ট গুলিতে প্রত্যেকটি গাড়ি পরীক্ষা করা হয়। স্বাভাবিকভাবেই এতে একেকটি গাড়িকে ৩ থেকে ৪ ঘণ্টাও দাঁড়িয়ে থাকতে হয়। ফলে অনেকক্ষেত্রে মাছ ও সবজি নষ্ট হয়ে যায়। ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের। দীর্ঘদিন ধরেই কৃষকরা একথা আমাকে জানিয়েছে সেই কারণেই এই পদক্ষেপ।" চেকপোস্ট তুলে দেওয়া হলেও সেখানকার কর্মীরা কর্মহীন হবে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে নিকটবর্তী কিষাণ মাণ্ডিতে নিয়োগ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি এই চেকপোস্ট তুলে দেওয়ায় ২০০ কোটি টাকা রাজস্বে ক্ষতি হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Kolkata Shocker: দোলের দিনে প্রকাশ্যে মদ্যপানের সঙ্গে কটূক্তি, প্রতিবাদ করায় প্রাণ গেল যুবকের
এছাড়াও করোনাভাইরাস প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বেলেঘাটা আইডিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩ জন ভর্তি রয়েছেন। তবে রিপোর্ট এখনও হাতে আসেনি। তাই এখনও পর্যন্ত এ রাজ্যে আক্রান্তের সংখ্যা শূন্য। খাসির মাংসের দর বৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন করা হলেও মুখ খোলেননি মমতা ব্যানার্জি।