West Bengal: পুজোর আগে থেকে ২২-এর মার্চের মধ্যে রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ

রাজ্যে হতে চলেছে বেশ কয়েক হাজার পদে শিক্ষক নিয়োগ। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Picture Credits: ANI)

কলকাতা, ২১ জুন: রাজ্যে হতে চলেছে বেশ কয়েক হাজার পদে শিক্ষক নিয়োগ। সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেন, রাজ্যে ৩২ হাজার শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। চলতি অর্থবর্ষ মানে ২০২২ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যে নিয়োগ হবে ৩২ হাজার শিক্ষকের। তার মধ্যে পুজোর আগে হবে সাড়ে ২৪ হাজার নিয়োগ। আরও সাড়ে হাজার নিয়োগ পুজোর পরে, মার্চের মধ্যে।

আরও পড়ুন: উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে সরব জন বার্লা দলেই কোণঠাসা, বিরোধিতা করে বিবৃতি দিলীপ ঘোষ-রাজু বিস্তের

মমতা জানান, "দুর্গাপুজোর আগে আপার প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে ১৪ হাজার জনকে। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষকে নিয়োগ হবে সাড়ে দশ হাজার পদে। পুজোর পর ২০২০ সালের মধ্যে নিয়োগ হবে মোট সাড়ে ৭ হাজার প্রাথমিক শিক্ষক। সব মিলিয়ে রাজ্যে মোট ৩২ হাজার নিয়োগপত্র দেবে রাজ্য।

এই নিয়োগে কোনওরকম অনিয়ম হবে না বলে আশ্বাস দিয়ে মমতা জানিয়েছেন, ''মেধাই হবে নিয়োগের পরিচয়। কোনও লবি করার প্রয়োজন নেই। যাঁরা পরীক্ষায় পাশ করেছেন তাঁরাই চাকরি পাওয়ার অধিকারী।" যোগ্যতার ভিত্তিতেই নিয়োগপত্র দেওয়া বলে তিনি জানিয়েছেন। এতদিন আদালতে মামলা ছিল বলে বিষয়টা আটকে ছিল বলে তিনি জানান।