IPL Auction 2025 Live

West Bengal Bypoll Results 2021: 'বিজেপির পিছিয়ে পড়া গণতন্ত্রের জন্য উপকারী', মন্তব্য সৌগত রায়ের

তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, উপনির্বাচনে যে চিত্র দেখা যাচ্ছ, তা অভিপ্রেত। বিজেপি যত পিছিয়ে পড়বে, গণতন্ত্রের জন্য তা তত উপকারী। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি মানুষ বীতশ্রদ্ধ বলে মন্তব্য করেন সৌগত রায়।

Saugata Roy (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২ নভেম্বর: উপনির্বাচনে  (Bypoll) ৪ রাজ্যেই হু হু করে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর, জঙ্গিপুরের পর এবার বাকি রাজ্যের উপনির্বাচনেও বিজেপি কার্যত পিছিয়ে পড়ছে। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরুর পর থেকেই তৃণমূলের জয়ের চিহ্ন পরিষ্কার হতে শুরু করে। ফলে তৃমণূল কংগ্রেসের কর্মী, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে চোখে পড়ে। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের পথ প্রশস্ত হতেই এ বিষয়ে মুখ খোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

আরও পড়ুন: West Bengal Bypoll Results 2021 Updates: দিনহাটা-গোসাবায় তৃণমূলের লিড লক্ষাধিক, তৃণমূল ৪ বিজেপি ০-র পথে উপনির্বাচনের ফল

তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, উপনির্বাচনে যে চিত্র দেখা যাচ্ছ, তা অভিপ্রেত। বিজেপি যত পিছিয়ে পড়বে, গণতন্ত্রের জন্য তা তত উপকারী। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতি মানুষ বীতশ্রদ্ধ। তৃণমূল কংগ্রেসই সএকমাত্র মানুষকে সুস্থ সরকার দিতে পারে।

 

ভোট পরবর্তী হিংসা প্রতিরোধ করতেও তৃণমূল কংগ্রেস সক্ষম বলেও মন্তব্য করেন সৌগত রায়।