Malda: দশমীর রাতে মালদহের কালিয়াচকে নৌকাডুবি, দুই শিশু সহ তিন জনের মৃত্যু

মনখারাপের বিজয়া দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। মালদহের বৈষ্ণবনগরে নৌকাডুবিতে তিনজনের মৃত্য়ু হল। মৃতদের মধ্যে দুজন শিশু, এক নাবালক আছে বলে খবর। দুর্গাঠাকুরের বিসর্জন দেখতে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাতেই ঘটে এই দুর্ঘটনা। ছোট একটি নৌকায় ১৫ জনের বেশি যাত্রী উঠে পড়ে। ফলে স্রোতপ্রবণ এলাকায় যেতেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমেপ্রকাশ, আচমকা নৌকাটি উলটে যেতেই সব যাত্রী জলে পড়ে যায়।

মালদায় নৌকাডুবি। Representational image. (Photo Credits: PTI)

মালদা, ৯ অক্টোবর: Malda Boat Capsizes: মনখারাপের বিজয়া দশমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। মালদহের বৈষ্ণবনগরে নৌকাডুবিতে তিনজনের মৃত্য়ু হল। গতকাল সন্ধ্যায় কালিয়াচক ৩নং ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে।মৃতদের মধ্যে দুজন শিশু, এক নাবালক আছে বলে খবর। দুর্গাঠাকুরের বিসর্জন দেখতে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাতেই ঘটে এই দুর্ঘটনা। ছোট একটি নৌকায় ১৫ জনের বেশি যাত্রী উঠে পড়ে। ফলে স্রোতপ্রবণ এলাকায় যেতেই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আচমকা নৌকাটি উল্টে যেতেই সব যাত্রী জলে পড়ে যায়। তাদের মধ্যে কয়েকজন সাঁতরে কৃষ্ণপুর ঘাটে উঠতে পারে, তবে বাকিরা পারেনি।বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসার পরই উদ্দারকাজ শুরু হয়। সংবাদমাধ্যমে প্রকাশ নৌকাডুবিতে মৃত তিনজনের নাম-ধীরাজ মণ্ডল (১১), জুলি মণ্ডল(৬) ও প্রেমকুমার মণ্ডল(৪)।  আরও পড়ুন-থানায় ঢুকে ডিউটিতে থাকা পুলিশ ইন্সপেক্টরের মাথার উকুন বেছে দিচ্ছে বাঁদর, দেখুন ভাইরাল ভিডিও

গত সপ্তাহতেই মহানন্দায় নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এদিকে, কালিয়াচকের বিভিন্ন এলাকায় এখন জলের তলায়। প্লাবিত কালিয়াচকে জলাশয়গুলিতে উপচে পড়েছে জল। এখন কালিয়াচকের বিভিন্ন গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র পথ হল নৌকা।

 



@endif