Sukanta Majumdar Attack Mamata Banerjee: 'মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপাল পালন করছেন', ভিডিয়োতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কী বললেন সুকান্ত

"মুখ্যমন্ত্রী তো এখনও পর্যন্ত নিজের কর্তব্য পালন করছেন না। তাই তাঁর কর্তব্যও পালন করে দিচ্ছেন রাজ্যপাল।" শুক্রবার বিকেলে কলকাতায় আয়োজিত সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে হিংসা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Photo Credits: ANI

কলকাতা: "মুখ্যমন্ত্রী (Chief Minister) তো এখনও পর্যন্ত নিজের কর্তব্য (duty) পালন করছেন না। তাই তাঁর কর্তব্যও পালন করে দিচ্ছেন রাজ্যপাল (Governor)।" শুক্রবার বিকেলে কলকাতায় (Kolkata) আয়োজিত সাংবাদিক বৈঠকে পঞ্চায়েত নির্বাচনে (panchayat polls) হিংসা (violence) প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (WB CM Mamata Banerjee) কটাক্ষ করে একথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP state president Sukanta Majumdar)।

পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Elections 2023) মনোনয়ন পর্ব থেকেই খুনোখুনি শুরু হয়েছে রাজ্যে। এখনও পর্যন্ত শাসক ও বিরোধী মিলে প্রায় ২০ জনকে খুন হতে হয়েছে রাজনৈতিক হিংসার কারণে। বিরোধীরা ইতিমধ্যে এর জন্য রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে দায়ী করছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছছে যে তাদের ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তবে রাজ্যপাল শুধু ভর্ৎসনা করেই শান্ত হননি। ভাঙড় থেকে কোচবিহার, ক্যানিং থেকে মুর্শিদাবাদ ছুটে গিয়ে দেখা করেছেন রাজনৈতিক হিংসার বলি হওয়া মানুষগুলির পরিবারের সঙ্গে দেখা করতে। বিরোধী বা শাসক যে দলেরই হোক না কেন মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে পুলিশকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে তার উপর নজরদারি চালানো ও সময়মতো ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি করেছেন পিস রুম এবং পিস ও হারমনি কমিটি।

সাংবাদিকদের এই সমস্ত কথা মনে করিয়ে দিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "দলমত নির্বিশেষে রাজ্যে হিংসার বলি হওয়া মানুষগুলির পরিবারের কাছে গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের (TMC) মৃত কর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এটা আসলে মুখ্যমন্ত্রীর কর্তব্য ছিল। কিন্তু, তিনি এখনও পর্যন্ত সেই কর্তব্য পালন না করায় রাজ্যপালই সেই কর্তব্য পালন করছেন।" আরও পড়ুন: WB Panchayat Elections 2023: দল যেখানে প্রার্থী দেয়নি সেখানে কর্মীরা কাকে ভোট দেবে, কী নির্দেশ সিপিএমের শীর্ষ নেতৃত্বের

দেখুন ভিডিয়ো:



@endif