Mamata Banerjee at Nandigram: 'আমি হিন্দুকার্ড খেলব না', নন্দীগ্রামবাসীদের মঙ্গলকামনায় চণ্ডীপাঠের পর বললেন মমতা ব্যানার্জি

আসন্ন নির্বাচনের প্রচারে আজ নন্দীগ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে আজ ছিল ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর রোড শো। নন্দীগ্রামের সভায় জনতার উদ্দেশে মমতা বলেছেন,‘মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গেছে। নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি।' এখন থেকে নিজের প্রার্থী হওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম। শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম। আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না। মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব।’

মমতা ব্যানার্জি

কলকাতা, ৯ মার্চ: আসন্ন নির্বাচনের প্রচারে আজ নন্দীগ্রামে (Nandigram) পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। অন্যদিকে আজ ছিল ঝাড়গ্রামে শুভেন্দু অধিকারীর রোড শো। নন্দীগ্রামের সভায় জনতার উদ্দেশে মমতা বলেছেন,‘মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই শিখিয়েছে সম্প্রীতি। সারা বিশ্বে নন্দীগ্রাম পৌঁছে গেছে। নন্দীগ্রামের মানুষের কথা আমি দিল্লিতে পৌঁছে দিয়েছি।' এখন থেকে নিজের প্রার্থী হওয়ার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'নন্দীগ্রামে আমি কেন দাঁড়ালাম? ভবানীপুর থেকেও তো দাঁড়াতে পারতাম। শেষবার যখন এসেছিলাম সেদিন কথা দিয়েছিলাম। আপনাদের উদ্দীপনা দেখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম। সিঙ্গুর না হলে নন্দীগ্রামের আন্দোলনের তুফান আসত না। মাথায় ছিল হয় সিঙ্গুর বা নন্দীগ্রাম থেকে দাঁড়াব।’

নন্দীগ্রামবাসীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন,'আপনারা দলের সম্পদ, আপনারা বললে চলে যাব। মনোনয়ন জমা দেব না। কিন্তু আপনারা বললে আমি কাল মনোনয়ন দেব। কেউ কেউ বলছে আমি নাকি বহিরাগত। আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাত থেকে যাঁরা আসছে তাঁরা বাংলার লোক? কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। সব ধর্মের মানুষ নিজের ধর্মকে সম্মান করেন। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? কবে খেলবেন?' আরও পড়ুন, আগুনে ভস্মীভূত পূর্ব রেলের সার্ভার রুম, পিচবোর্ডের টিকিট ফিরল কাউন্টারে

নিজের নন্দীগ্রাম আন্দোলনের কথা ফের একবার মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি চণ্ডীপাঠ করে নন্দীগ্রামের মঙ্গলকামনা করেন। তিনি এও জানান, হিন্দু ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। হিন্দুকার্ড নিয়ে তিনি খেলবেন না। এমনকি তাঁর মন্তব্যে এদিন উঠে আসে সদ্য জেল থেকে ছাড়া পাওয়া আনিসুরের কথাও।