শিলিগুড়ি: ভোররাতে জংশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১৪টি দোকান
সোমবার সকালে শিলিগুড়ির জংশন মার্কেটে আগুন ( Siliguri Fire)। শিলিগুড়িতে চলা বৃষ্টির মাঝেই ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। আগুনের কবলে ১২টি দোকান। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আগুন নেভাতে রয়েছে দমকলবাহিনী।
শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বর: সোমবার ভোররাতে শিলিগুড়ির জংশন মার্কেটে ভয়াবহ আগুন ( Siliguri Fire)। গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কাছে আগুন লাগে। শিলিগুড়িতে চলা বৃষ্টির মাঝেই ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ড। প্রথমে আগুনের কবলে পড়েছিল ১২টি দোকান। পরে আগুন ছড়িয়ে পড়ে ১৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত কোনও আহত বা মৃত্যুর খবর নেই।
আগুন নেভাতে রয়েছে দমকলবাহিনীর ৩টি ইঞ্জিন। সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। প্রথমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। আরও পড়ুন-গোদাবরী নদীতে নৌকা ডুবে মৃত ১১, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
West Bengal: 12 shops gutted in fire at Junction market in Siliguri, early morning today; no casualties reported pic.twitter.com/LWR6Uzo0nH
দমকল বাহিনীর ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। অনেকে আবার বলেন, আশেপাশের কোনও এলাকা থেকে আগুন ছড়াতে পারে।