Weather Update For West Bengal: ভ্যাপসা গরমের মাঝে কি শুরু হবে স্বস্তির বৃষ্টি? রাজ্যের কোন কোন জেলায় হালকা বর্ষণের সম্ভাবনা, দেখুন আবহাওয়া দফতরের আপডেট

আবহাওয়া দফতরের আধিকারিক জানান, পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গায় বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ৩ এপ্রিল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Rain, Representational Image (Photo Credit: Pixabay)

কলকাতা, ২ এপ্রিল: গরম (Summer) বাড়ছে বঙ্গে। যেমন চড়া রোদ, তেমনি গরমে হাসফাঁস করছেন বহু মানুষ। চৈত্রের মাঝামাঝি সময়ে কবে বৃষ্টি আসবে, সেই আশায় বসে রয়েছেন  বঙ্গবাসী। চৈত্রের গরমে কি বৃষ্টি হবে না কালবৈশাখীর দেখা মিলবে, তা নিয়েও  নানা প্রশ্ন রয়েছে বঙ্গবাসীর মনে। এমতাবস্থায় বৃষ্টির পূর্বাভাষ জানাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন (Tomorrow's Weather) রাজ্যের একাধিক জায়গায় হালকা বৃষ্টি (Rain)  হবে। তবে যে সুখবর আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তা শুধুমাত্র রাজ্যের (West Bengal Weather Update) পশ্চিমের জেলাগুলির জন্য। পশ্চিমের জেলাগুলি ভিন্ন রাজ্যের অন্যান্য কোথও এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলে হাওয়া অফিসের আধিকারিক জানান।

আবহাওয়া দফতরের আধিকারিক জানান, পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান,  পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে। পশ্চিমের জেলাগুলির পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গায় বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ৩ এপ্রিল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলি প্রধানত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গোটা রাজ্য জুড়ে কবে বৃষ্টি দেখা দেবে, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও  পর্যন্ত সুস্পষ্টভাবে তেমন কিছু জানানো হয়নি বলেই খবর।

আরও পড়ুন: Heatwave In India: গনগনে আঁচে পুড়বে ভারত, এপ্রিল থেকে জুনের তাপপ্রবাহে অঙ্গ বিকল হয়ে মৃত্যুও হতে পারে? চূড়ান্ত সতর্কতা

পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত নিয়ে কী জানাল আলিপুর আবহাওয়া দফতর দেখুন...

 

এদিকে চলতি বছর গরম বাড়বে। গোটা দেশ জুড়ে গরমে প্রভাব এবার হু হু করে যেমন বাড়বে, তেমনি তাপপ্রবাহও চলবে বলে জানানো হয়েছে। গরমের দাপটে এবার তাপমাত্রা (Hot  Summer) সর্বোচ্চ ৪৫ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে আবহাওয়া দফতরের তরফে সতর্কতা প্রকাশ করা হয়েছে। দেশের সব প্রান্তেই হু হু করে তাপমাত্রা এবার স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি থাকবে বলেও সতর্কতায় জানানো হয়েছে। ফলে হিট স্ট্রোক থেকে অঙ্গ বিকল হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে আবহাওয়া দফতরের সতর্কতায় প্রকাশ করা হয়েছে।

তাপমাত্রার পারদ উর্দ্ধগামী হওয়ায় প্রত্যেকে সতর্ক থাকুন। বেশি করে জল খান, ছাতা ব্যবহার করুন। এমন অনেক পরামর্শই দেওয়া হচ্ছে আবহাওয়া দফতর এবং চিকিৎসকদের তরফে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement