Weather Report Of West Bengal: উত্তরে ভারী বৃষ্টির কমলা সতর্কতার পাশে বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গেও , বর্ষণসিক্ত বাংলার আবহাওয়া কেমন থাকবে? জানুন বিস্তারিত

বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাস্প স্থলভাগে ঢোকায় বাংলার বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ফাইল ফটো

ভোররাত থেকে বর্ষণের কবলে কলকাতা। দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে ঘন কালো মেঘ বার্তা দিচ্ছে ভারী বর্ষণের ।শনিবার পর্যন্ত চলবে এই অবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পর থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে দক্ষিণবঙ্গে। রাতভর কখনও ইলশেগুড়ি, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাস্প স্থলভাগে ঢোকায় বাংলার বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।শুক্রবার ও শনিবার দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আজ (২৫ অগস্ট) শুক্রবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও সংলগ্ন আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রির আশপাশে।