আগামী দু’দিনের মধ্যেই দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা; একাদশীর কাকভোর থেকেই কলকাতা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি
বাঙালির সর্বকালের সেরা উৎসব (Bangali's Main Festival) অতিবাহিত। পুজোয় (Durga Puja) বৃষ্টি (Rain) যে চোখ রাঙাবে এমন আশঙ্কা আগেই স্পষ্ট করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। সেইমত প্রস্তুতিও নিয়েছিল বঙ্গবাসী। আজ একাদশী। পুজো অতিক্রান্ত। একাদশীর কাকভোর থেকেই দেখা গিয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা (Cloudy)। কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন অংশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। খবর মিলছে এমনটাই সর্বত্র।
কলকাতা, ৯ অক্টোবর: বাঙালির সর্বকালের সেরা উৎসব (Bangali's Main Festival) অতিবাহিত। পুজোয় (Durga Puja) বৃষ্টি (Rain) যে চোখ রাঙাবে এমন আশঙ্কা আগেই স্পষ্ট করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। সেইমত প্রস্তুতিও নিয়েছিল বঙ্গবাসী। আজ একাদশী। পুজো অতিক্রান্ত। একাদশীর কাকভোর থেকেই দেখা গিয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা (Cloudy)। কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন অংশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে। খবর মিলছে এমনটাই সর্বত্র।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গে (North & South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উল্লেখজনকভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির দাপট অব্যাহত। পুজোর পর একাদশীতে অর্থাৎ আজ রাজ্যের প্রায় সর্বত্র হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ থাকবে মেঘলা। বাতাসে আর্দ্রতা বজায় থাকায় ভ্যাপসা গরম থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আরও পড়ুন: দুর্গাপুজোর বিসর্জনে গিয়ে পার্বতী নদীতে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে দশজনের মর্মান্তিক মৃত্যু
হাওয়া অফিসএও জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিম প্রান্ত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তারপর ধাপে ধাপে বাকি দেশ থেকে বর্ষা (Moonsoon) বিদায় নেবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি মিলতে পারে। উল্লেখ্য, গতকাল দশমীতে কলকাতার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়াও বৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। অর্থাৎ দশমী শেষেও বৃষ্টিময় কলকাতা।