West Bengal Weather Update: পঞ্চমদফা ভোটের দিনেই রাজ্যে কালবৈশাখী, বৃষ্টিতে ভিজবে ২ বঙ্গ
পঞ্চমদফা ভোটের উত্তাপ যতই বাড়ুক খরতাপের বাড়বাড়ন্ত কিছুটা হলেও কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শহর কলকাতা-সহ আজ শনিবার বৃষ্টি হতে পারে (West Bengal Weather Update) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
কলকাতা, ১৭ এপ্রিল: পঞ্চমদফা ভোটের উত্তাপ যতই বাড়ুক খরতাপের বাড়বাড়ন্ত কিছুটা হলেও কমেছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, শহর কলকাতা-সহ আজ শনিবার বৃষ্টি হতে পারে (West Bengal Weather Update) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে বৃষ্টি। আরও পড়ুন-Actor Vivek Passes Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তামিল অভিনেতা বিবেক
উল্লেখ্য, গত দুদিন ধরে বৃষ্টিতে ভিজছে দার্জলিং। বৃহস্পতিবার সেখানে শিলাবৃষ্টিও হয়। তবে দক্ষিণবঙ্গে সপ্তাহ খানেকের বেশি সময় ধরে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও তার ছিটেফোটা দেখা যায়নি। যদিও গতকাল থেকেই আকাশ মেঘলা। রোদ্দুরের তেজও তেমন নেই বললেই চলে। আদ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কমেছে। আর শনিবার সকাল থেকে মৃদুমন্দ হাওয়া বইছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ। আজ প্রধানত আকাশ আংশিক মেঘলা থাকবে।