West Bengal Weather Update: সোমবার দুই বঙ্গেই বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে ঝোড়ো হাওয়া

রবিবারের বারবেলা থেকেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা (West Bengal Weather Update)৷ ভোটের ফল প্রকাশে দক্ষিণ বঙ্গের সর্বত্র বইল ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি৷ তবে ওই নামমাত্র বৃষ্টিতেই ঠান্ডা আমেজ বজায় রয়েছে সোমবারের সকালেও৷

বৃষ্টি (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৩ মে: রবিবারের বারবেলা থেকেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা (West Bengal Weather Update)৷ ভোটের ফল প্রকাশে দক্ষিণ বঙ্গের সর্বত্র বইল ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বৃষ্টি৷ তবে ওই নামমাত্র বৃষ্টিতেই ঠান্ডা আমেজ বজায় রয়েছে সোমবারের সকালেও৷ আকাশে মেঘ বর্তমান, রোদ্দুরের দেখা মিললেও তার তেজ তত প্রখর নয়৷ তবে বাতাসের হালকা আমেজ উদাও হয়ে জায়গা নিয়েছে আদ্রতাজনিত অস্বস্তি৷ আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মহানগরীর বেশ কিছু অংশ। ওই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুই ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি করে বেশি ছিল। আরও পড়ুন-WB Assembly Elections Result 2021: নবান্নের পথে মমতাই শেষ কথা, হাল ছাড়েননি অভিষেক

আজ ও আগামী কাল মঙ্গলবার শহর কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বাদ যাবে না উত্তরবঙ্গও৷ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, চলতি সপ্তাহে ৫ তারিখের পর মাঝে মধ্যেই দু একপশলা বৃষ্টি হবে৷ সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া৷