West Bengal Weather Update: কালবৈশাখীর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, আজও ভিজবে রাজ্য

গত কয়েকদিনের ঝড় বৃষ্টির (heavy rain fall) দাপটে কলকাতা-সহ রাজ্য থেকে একপ্রকার উধাও হয়েছে গরম৷ বুধবার সন্ধের পরেও বৃষ্টির দেখা মিলেছে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷ রাতের দিকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জেরে আবহাওয়া এখন বেশ মনোরম৷

বৃষ্টিপাত। (Image used for representational purpose only) (Photo Credits: Pixabay)

কলকাতা, ৬ মে:  গত কয়েকদিনের ঝড় বৃষ্টির (heavy rain fall) দাপটে কলকাতা-সহ রাজ্য থেকে একপ্রকার উধাও হয়েছে গরম৷ বুধবার সন্ধের পরেও বৃষ্টির দেখা মিলেছে৷ সঙ্গে ঝোড়ো হাওয়া৷ রাতের দিকে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জেরে আবহাওয়া এখন বেশ মনোরম৷ সকাল থেকে ঝকঝকে রোদ্দুরের দেখা মিললেও আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধেতেও রাজ্যের বিভিন্ন জেলাত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে তাৎক্ষণিকভাবে গরম বিদায় নিলেও হাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বর্তমান রয়েছে৷ তবে মেঘ রোদ্দুরের খেলায় একটা বৃষ্টিমুখর আবহাওয়া থাকায় দীর্ঘ গরমের পর স্বস্তির শ্বাস নিচ্ছে বঙ্গবাসী৷ আগামী ১০ মে পর্যন্ত রাজ্যে মাঝেমধ্যেই চলবে বৃষ্টি৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির কাছে। গতকাল বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৫ শতাংশ, ন্যূনতম ৫২ শতাংশ। ঘণ্টায় ৪০-৪৫ কিলোমিটার বেগে জোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে আজ দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে৷  আরও পড়ুন-Coronavirus Cases In West Bengal: রাজ্যে মাত্রাহীন সংক্রমণ, উত্তর ২৪ পরগনায় ১ দিনে মৃত ২৭

একইভাবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।