West Bengal Weather Update: আকাশজুড়ে মেঘ রোদ্দুরের খেলা, আজও ভিজবে রাজ্য
প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে৷ বুধবার আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সাগর থেকে দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে।
কলকাতা, ২ জুন: প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে৷ বুধবার আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। সাগর থেকে দখিনা বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরেই চলছে বৃষ্টিপাত৷ তবে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে রাজ্যে আসছে বর্ষা৷ তিনদিনের এই প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ৷ এদিন বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস রয়েছে রাজ্যে৷ বেশি বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে৷ এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ আরও পড়ুন-Alapan Bandyopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ নোটিশ, চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
এদিকে সকাল থেকে আকাশের মুখভার থাকলেও বেলা বাড়তেই রোদের ঝিকিমিকি নজরে এসেছে। শহরজুড়ে যেন বর্ষার আমেজ। আজও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। জুনের শুরুতে কি তবে প্রাক বর্ষার আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে? তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।